Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিলিগুড়িতে পুলিশের বড় সাফল্য, বিপুল ব্রাউন সুগার ও নগদ অর্থসহ গ্রেফতার মহিলা মাদক কারবারি

শিলিগুড়িতে পুলিশের বড় সাফল্য, বিপুল ব্রাউন সুগার ও নগদ অর্থসহ গ্রেফতার মহিলা মাদক কারবারি

শিলিগুড়ি মাদকচক্র, ব্রাউন সুগার উদ্ধার, মাটিগাড়া পুলিশ, নাজিরা খাতুন গ্রেফতার, শিলিগুড়ি নিউজ, মাদক পাচার, Siliguri drug bust, brown sugar seizure, Matigara police, woman drug dealer arrested, Siliguri crime news, brown sugar smuggling West Bengal


নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে মাদকের জাল যে কতটা ভয়াবহ রূপ নিয়েছে, তার প্রমাণ মিলল ফের। সম্প্রতি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং এক চাঞ্চল্যকর অভিযান চালিয়ে নাজিরা খাতুন নামে এক মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গোপন খবরের ভিত্তিতে মাটিগাড়ার বিশ্বাস কলোনি এলাকায় নাজিরার বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০৩ গ্রাম ব্রাউন সুগার এবং ৫ লক্ষ ৩০ হাজার ৪০০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। ছোট-বড় নোটের অসংখ্য বান্ডিল দেখে তদন্তকারীরা রীতিমতো হতবাক হয়ে যান।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নাজিরা খাতুন দীর্ঘদিন ধরে নিজের বাড়িকে কেন্দ্র করে এই কারবার চালাচ্ছিল। তার স্বামী ও সন্তান থাকলেও পুরো চক্রটি নিয়ন্ত্রণ করত সে নিজেই। তদন্তে উঠে এসেছে যে, শিলিগুড়ি শহরজুড়ে একটি সুসংগঠিত মাদকচক্র পরিচালনা করত এই মহিলা। তার মূল লক্ষ্য ছিল শহরের স্কুল-কলেজের পড়ুয়া ও যুব সমাজ। নির্দিষ্ট টিমের মাধ্যমে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হতো এই মরণনেশা।

পুলিশের কাছে খবর রয়েছে যে, বর্তমানে শিলিগুড়ির আশিঘর, অম্বিকানগর, শান্তিপাড়া এবং বাগড়াকোটের মতো এলাকাগুলোতে মহিলাদের সামনে রেখে মাদক কারবার চালানো হচ্ছে। মাদকচক্রের এই নতুন কৌশল এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধৃত নাজিরা খাতুনকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। এই চক্রের মূল উৎস কোথায় এবং এর পেছনে আর কারা জড়িয়ে আছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া বিপুল নগদ অর্থ মাদক বিক্রির মাধ্যমেই অর্জিত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত তদন্তকারীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code