ময়নাগুড়িতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্মেলন, গুচ্ছ দাবি নিয়ে আন্দোলনের ডাক
সম্রাট দাস, সংবাদ একলব্য: আগামী ২৭ ও ২৮শে ডিসেম্বর জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রবিতীর্থ ভবনে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বার্ষিক সাধারণ সভা । এই সম্মেলনকে সামনে রেখে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বর্তমান শিক্ষা ব্যবস্থার বেহাল দশা এবং শিক্ষক-শিক্ষাকর্মীদের বকেয়া পাওনা নিয়ে সরব হলেন সংগঠনের নেতৃত্ব।
সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক বাসুদেব দাস জানান, এমন এক সময়ে এই সভার আহ্বান করা হয়েছে যখন রাজ্যে শিক্ষা ব্যবস্থা গভীর সংকটের মুখে। তাঁর অভিযোগ, বিদ্যালয়ে বিদ্যালয়ে হাজার হাজার শূন্যপদ থাকলেও নিয়োগ নেই। 'পাস-ফেল' প্রথা না থাকা এবং সেমিস্টার প্রথা চালুর ফলে পড়াশোনার মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে। এছাড়া, শিক্ষকদের বিএলও (BLO) ডিউটিসহ বিভিন্ন অ-শিক্ষা সংক্রান্ত কাজে ব্যস্ত রাখার ফলে পঠন-পাঠন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে তিনি দাবি করেন ।
এই সম্মেলনে মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আলোচনা ও আন্দোলনের রূপরেখা তৈরি হবে:
- নিয়োগ: শূন্যপদ পূরণ এবং ২০১৬ সালের প্যানেলের যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের পুনর্বহাল ।
- আর্থিক দাবি: বকেয়া ডিএ (DA) প্রদান এবং অবিলম্বে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠন ।
- অন্যান্য: পার্শ্বশিক্ষক ও আইসিটি (ICT) শিক্ষকদের বাঁচার মতো বেতন প্রদান এবং কেন্দ্রীয় শিক্ষানীতির প্রতিবাদ ।
রাজ্যজুড়ে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊