মঙ্গলবার শুরু শান্তিনিকেতন পৌষমেলা, শেষ মুহূর্তের প্রস্তুতি ও কড়া নিরাপত্তা পর্যালোচনা
আগামী মঙ্গলবার, ৭ই পৌষ (২৩ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের শান্তিনিকেতন পৌষমেলা। রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত এই মেলার সূচনা হবে ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্র পাঠ ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে। মেলার আগে শান্তিনিকেতনের ভুবনডাঙ্গা পূর্বপল্লীর মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে যৌথভাবে পরিদর্শন করেন বিশ্বভারতীর উচ্চপদস্থ আধিকারিক ও বীরভূম জেলা পুলিশের কর্তারা।
মেলা শুরুর আগেই পূর্বপল্লীর মাঠে চূড়ান্ত ব্যস্ততা চোখে পড়ছে। স্টল নির্মাণের কাজ চলছে জোরকদমে, বসছে নাগরদোলা ও নানা ধরনের খাবারের দোকান। এবছর ছয় দিনের এই পৌষমেলাকে কেন্দ্র করে প্রায় ১৫০০টি স্টল বসছে বলে জানিয়েছেন মেলা কমিটির আধিকারিকরা। শান্তিনিকেতন নতুন সাজে সেজে উঠেছে, দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত ঐতিহ্যবাহী মেলা প্রাঙ্গণ।
মেলার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ২১ ডিসেম্বর সকালে মাঠ পরিদর্শন করেন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগারওয়াল ও পৌষমেলা কমিটির সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সিসিটিভি, ওয়াচ টাওয়ার, সাদা পোশাকে পুলিশ, অ্যান্টি ক্রাইম টিম, কিউআরটি ও র্যাফ মোতায়েনের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণেরও বিশেষ ব্যবস্থা রয়েছে। মেলা কমিটির অন্যতম দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক অমিত হাজরা জানান, পরিবেশবান্ধব মেলার উপর জোর দেওয়া হচ্ছে এবং স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি দোকানের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊