Latest News

6/recent/ticker-posts

Ad Code

'জনতা উন্নয়ন পার্টি', নয়া দল ঘোষনা হুমায়ুনের

'জনতা উন্নয়ন পার্টি', নয়া দল ঘোষনা হুমায়ুনের 

Humayun Kabir


অবশেষে তৃণমূল থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল গঠন করলেন। পূর্বঘোষণা মতোই সোমবার নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। নতুন দলের নাম দেওয়া হয়েছে জনতা উন্নয়ন পার্টি। এদিন দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন তিনি। প্রকাশ করেন দলের ইস্তাহারও। 



হুমায়ুন জানান, বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং বেলডাঙা— দুই কেন্দ্র থেকে লড়াই করবেন তিনি। এছাড়াও তার নবগঠিত দলে স্থান পেয়েছেন হিন্দু সদস্যরাও। দলের পতাকায় রাখা হয়েছে হলুদ, সবুজ এবং সাদা এই তিন রং। দলের নাম ঘোষণার সাথে সাথে মঞ্চ জুড়ে উড়তে দেখা যায় নবগঠিত এই দলের নাম লেখা পতাকা। সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টির নাম ঘোষণা হওয়ার জন্য আয়োজিত এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চে দেখা যায় তৃণমূলের বিক্ষুব্ধ বহু নেতা-নেত্রীদের।


হুমায়ুন কবীর তাঁর দলের নাম দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি৷ সংক্ষেপে জেইউপি (JUP)৷ নাম ঘোষণার পাশাপাশি কোন প্রতীকে তিনি লড়তে চান, সেই কথাও জানিয়েছেন হুমায়ুন৷ প্রতীক হিসেবে তাঁর প্রথম পছন্দ গোলাপ৷


গোলাপ তো ভালোবাসার প্রতীক৷ সেই গোলাপ-ই কেন দলের প্রতীক হিসেবে পছন্দ করছেন হুমায়ুন? জানা গিয়েছে, 2026 সালের বিধানসভা নির্বাচনে তাঁর লড়াই তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে৷ দুই দলের প্রতীক ফুল৷ তৃণমূল ভোটে লড়ে জোড়াফুল চিহ্ন নিয়ে৷ আর বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুল৷ তাই হুমায়ুন বঙ্গ রাজনীতিতে আরও একটি ফুল যুক্ত করতে চান৷ দুই ফুলের বিরুদ্ধে লড়তে চান গোলাপ নিয়ে৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code