Latest News

6/recent/ticker-posts

Ad Code

২২ তারিখ নতুন দল ঘোষণা, '১৩৫ আসনে প্রার্থী দেবো' হুঙ্কার হুমায়ূন কবীরের

২২ তারিখ নতুন দল ঘোষণা, '১৩৫ আসনে প্রার্থী দেবো' হুঙ্কার হুমায়ূন কবীরের

Humayun Kabir


দল বিরোধী কাজ করার অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করলো তৃণমূল। আজ সাংবাদিক বৈঠক করে জানান তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। এই সাংবাদিক বৈঠকে ফিরহাদের সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার দুই নেতা, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান ও হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ।

সাসপেন্ডের কথা জানতে পেরে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল থেকে বেড়িয়ে যান হুমায়ূন কবীর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ২২শে ডিসেম্বর নতুন দল ঘোষনা করতে চলেছেন তিনি। বেলডাঙায় ৬ ডিসেম্বর বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন। বাবরি মসজিদ ধ্বংসের দিন ওই মসজিদ প্রতিষ্ঠার দিন হিসাবে বেছে নেওয়ায় বিস্তর আপত্তি রয়েছে তৃণমূল নেতৃত্বের। দূরত্ব বাড়িয়েছিল তৃণমূলও। কিন্তু বাবরি মসজিদ তৈরি থেকে তিনি পড়ছেন না। নিজের সেই অনড় অবস্থানের কারণেই তাঁকে শেষ পর্যন্ত তৃণমূল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের শাসকদল।

হুমায়ুন বলছেন, ‘‘আমি এখনও কোনও চিঠি পাইনি। সঠিক না জেনে কোনও মন্তব্য করব না। অপেক্ষা করুন, অনেক কিছু বলার আছে।’’ সঙ্গে জুড়ে দেন, ‘‘আগামিকাল শুক্রবার কিংবা সোমবার বিধায়কপদ থেকে ইস্তফা দেব। আমাকে চক্রান্ত করে সাসপেন্ড করা হয়েছে। ৬ তারিখের কর্মসূচি অপরিবর্তিত থাকছে।’’

হুমায়ূন কবীর বলেন, ‘‘২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করছি। ১৩৫ আসনে প্রার্থী দেব। তৃণমূল ও বিজেপিকে বুঝিয়ে দেব হুমায়ুন কবীরের কত দম।’’ তিনি আরোও বলেন তৃণমূল বিজেপির কি আন্ডারস্ট্যান্ডিং সেটা প্রমান করে দেবো।

প্রসঙ্গত এর আগে ২০১৫ সালেও তাঁকে দল থেকে ছ’বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। সেই সময়ের মাঝে তিনি নির্দল প্রার্থী হিসাবে ২০১৬ সালে রেজিনগরে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তার পর তিনি ফিরে যান কংগ্রেসে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপিতে যোগদান করে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থীও হয়েছিলেন হুমায়ূন। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে আবার তৃণমূলে ফিরে রেজিনগরের বদলে ভরতপুরে প্রার্থী হন। সেই ভরতপুর আসন থেকে জিতে বর্তমানে তিনি বিধায়ক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code