Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড় খবর, খসড়া ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশিকা, জেনে নিন এখনি

বড় খবর, খসড়া ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশিকা, জেনে নিন এখনি

খসড়া ভোটার তালিকা, ভোটার তালিকা, draft voter list, voter list


পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে, এবং ১৬ই ডিসেম্বর প্রকাশিত হবে রাজ্যের খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের তরফে এই তালিকা সম্পর্কে সাধারণ ভোটারদের সচেতন করতে একাধিক প্রচারমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ভোটারদের উদ্দেশে জানানো হয়েছে কীভাবে তারা অনলাইনে ও অফলাইনে নিজের নাম তালিকায় আছে কিনা তা যাচাই করতে পারবেন।

মুখ্য নির্বাচনী আধিকারিক, পশ্চিমবঙ্গের তরফে জানানো হয়েছে, একজন ভোটার চারটি উপায়ে খসড়া তালিকায় নিজের নাম আছে কিনা তা জানতে পারবেন—
১) বুথ লেভেল অফিসারের (BLO) কাছে থাকা ভোটার তালিকা থেকে
২) ECINET মোবাইল অ্যাপ ব্যবহার করে
৩) voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে
৪) CEO West Bengal-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে

অনলাইনে ভোটাররা eci.gov.in, ceowestbengal.wb.gov.in, ‘Voter Helpline’ অ্যাপ এবং জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট ব্যবহার করে নিজের নাম ও EPIC নম্বর দিয়ে তালিকা যাচাই করতে পারবেন।

অফলাইনে BLO-দের সঙ্গে সরাসরি যোগাযোগ করে, বুথে গিয়ে বা রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছ থেকে তালিকা দেখে যাচাই করা যাবে। BLO-দের তালিকা প্রকাশের দিন বুথে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code