Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি: কোচবিহারে গুরুত্ব বৃদ্ধি রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থ প্রতিমের

তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি: ২৯৪ বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম ঘোষণা

TMC 294 coordinators, Trinamool Congress West Bengal, Abhishek Banerjee announcement, Mamata Banerjee approval, West Bengal assembly election, TMC district coordinators, Bengal politics, TMC election strategy, Trinamool Congress news

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার তিন দিনের মধ্যেই রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য দলীয় কো-অর্ডিনেটরের নাম প্রকাশ করা হয়েছে। এই সিদ্ধান্তকে ‘যুদ্ধের সময়’ হিসেবে অভিহিত করে দল নির্বাচনী প্রস্তুতির গতি বাড়িয়েছে।

২৬ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে, যারা দলের চোখ-কান হয়ে কাজ করবেন এবং শীর্ষ নেতৃত্বকে নিয়মিত রিপোর্ট করবেন। সেই অনুযায়ী সোমবার রাতে মুখ্যমন্ত্রী ও দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে এই তালিকা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ৩৫টি সাংগঠনিক জেলায় একাধিক বিধানসভার দায়িত্বে একাধিক নেতা রয়েছেন। প্রবীণ সাংসদ ও বিধায়কদের পাশাপাশি যুব ও মহিলা নেতৃত্বকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে। বীরভূম জেলার ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে—সেখানে ১১টি বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে গোটা কোর কমিটিকে, কোনও নির্দিষ্ট ব্যক্তিকে নয়।

তৃণমূল কংগ্রেসের বিধানসভা কেন্দ্রভিত্তিক কো-অর্ডিনেটর তালিকা

সাংগঠনিক জেলা বিধানসভা কেন্দ্র কো-অর্ডিনেটর
কোচবিহার দিনহাটা, সিতাই, কোচবিহার দক্ষিণ জগদীশ বাসুনিয়া
কোচবিহার উত্তর, নাটাবাড়ি, তুফানগঞ্জ রবীন্দ্রনাথ ঘোষ
মেখলিগঞ্জ, মাথাভাঙা, শীতলকুচি পার্থপ্রতিম রায়
আলিপুরদুয়ার আলিপুরদুয়ার, কুমারগ্রাম, ফালাকাটা চিন্ময় ভট্টাচার্য
কালচিনি, মাদারিহাট বীরেন্দ্র বরা
জলপাইগুড়ি মাল, নাগরাকাটা দেবাশীষ ভৌমিক (চন্দন)
ধূপগুড়ি, ময়নাগুড়ি দুলাল দেবনাথ
জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি কৃষ্ণ দাস
দার্জিলিং (সমতল) শিলিগুড়ি কুন্তল রায়
মাটিগাড়া, নকশালবাড়ি অরুণ ঘোষ
ফাঁসিদেওয়া কাজল ঘোষ
উত্তর দিনাজপুর চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি মিনহাজ আফরিন
রায়গঞ্জ, হেমতাবাদ, ইটাহার, কালিয়াগঞ্জ কৃষ্ণকল্যাণী
দক্ষিণ দিনাজপুর তপন, কুশমণ্ডি, হরিরামপুর চিন্তামণি বিহা
বালুরঘাট, গঙ্গারামপুর, কুমারগঞ্জ গৌতম দাস
মালদহ হরিশচন্দ্রপুর, চাঁচল প্রসুন বন্দ্যোপাধ্যায়
মালতিপুর, রতুয়া সামসুল হক
ইংলিশবাজার, ওল্ড মালদহ, মানিকচক, গাঁজল আশিস কুণ্ডু
হাবিবপুর, সুজাপুর, মোথাবাড়ি, বৈষ্ণবনগর মৌসম বেনজির নূর
মুর্শিদাবাদ (জঙ্গিপুর) ফরাক্কা, সামসেরগঞ্জ, সুঁতি ইমানি বিশ্বাস
জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, লালগোলা জনাব আখরুজ্জামান
নবগ্রাম, খড়গ্রাম, সাগরদিঘি আশিস মার্জিত
মুর্শিদাবাদ (বহরমপুর) জলঙ্গি, ডোমকল, রানিনগর আব্দুল সৌমিক হোসেন
ভগবানগোলা, মুর্শিদাবাদ শাওনি সিংহরায়
হরিহরপাড়া, বহরমপুর, নওদা, রেজিনগর, বেলগাঙা মোশারফ হোসেন (মধু)
কান্দি, ভরতপুর, বড়ঞা আনারুল ইসলাম (অনীর)
নদিয়া (কৃষ্ণনগর) করিমপুর, তেহট্ট, কালিগঞ্জ তারান্নুম সুলতানা মীর
পলাশীপাড়া, নাকাশিপাড়া জয়ন্ত সাহা
কৃষ্ণনগর দক্ষিণ ও উত্তর, চোপড়া উজ্জ্বল বিশ্বাস
নদিয়া (রানাঘাট) নবদ্বীপ, শান্তিপুর রিক্তা কুণ্ডু
রানাঘাট উত্তর-পশ্চিম, রানাঘাট দক্ষিণ তাপস কুমার ঘোষ
রানাঘাট উত্তর-পূর্ব, কৃষ্ণগঞ্জ রত্না ঘোষ কর
চাকদা, হরিণঘাটা, কল্যাণী চঞ্চল দেবনাথ
উত্তর ২৪ পরগনা (বনগাঁ) গাইঘাটা, বাগদা নরোত্তম বিশ্বাস
বনগাঁ উত্তর ও দক্ষিণ, স্বরূপনগর পরিতোষ সাহা
উত্তর ২৪ পরগনা (বসিরহাট) বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি সুরজিৎ মিত্র (বাদল)
মিনাখা, হাঁড়োয়াঁ আব্দুল খালেক মোল্লা
বসিরহাট উত্তর, বঁাদুড়িয়া রফিকুল ইসলাম মণ্ডল
উত্তর ২৪ পরগনা (বারাসাত) হাবড়া, অশোকনগর জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)
মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা রথীন ঘোষ
রাজারহাট নিউটাউন, বিধাননগর তাপস চট্টোপাধ্যায়
উত্তর ২৪ পরগনা (দমদম-বারাকপুর) আমডাঙা, বীজপুর, নৈহাটি সুবোধ অধিকারী
ভাটপাড়া, জগদ্দল হিমাংশু সরকার (বাপি)
নোয়াপাড়া, বারাকপুর উত্তম দাস
খড়দহ, পানিহাটি তীর্থঙ্কর ঘোষ (পুঁচি)
কামারহাটি, বরানগর অঞ্জন পাল
দমদম, দমদম উত্তর, রাজারহাট গোপালপুর প্রবীর পাল (কেটি)



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code