গণতন্ত্র প্রতিষ্ঠায় অপরিসীম অবদান খালেদার, চিরপ্রতিদ্বন্দ্বীর মৃত্যুতে শোকবার্তা দেশত্যাগী নেত্রীর
প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বয়স হয়েছিল ৮০। অশীতিপর বিএনপি নেত্রীর শারীরিক পরিস্থিতি গত কয়েক দিন ধরেই সঙ্কটজনক ছিল। রাজধানী ঢাকার হাসপাতালে সিসিইউ-তে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ (বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে) হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করলেন আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাসিনার দল আওয়ামী লীগের তরফে সমাজমাধ্যমে হাসিনার শোকবার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদার ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের’ কথা স্বীকার করেছেন হাসিনা। তিনি লিখেছেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর (খালেদা) অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি।”
খালেদার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়-ও। শোকবার্তায় তিনি লিখেছেন, “দেশের (বাংলাদেশ) সঙ্কটময় মুহূর্তে, যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে।”

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊