Latest News

6/recent/ticker-posts

Ad Code

৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাই কোর্টের

৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাই কোর্টের

Highcourt


নিয়োগ দুর্নীতির কালো মেঘ পাহাড়েও। ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাই কোর্টের। বুধবার পাহাড়ে নিয়োগ দুর্নীতির একটি মামলায় ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের পাশাপাশি সিআইডি তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে থাকা স্কুলগুলিতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে। বিজ্ঞপ্তি ছাড়া একতরফাভাবে নিয়োগে অভিযোগে মামলা হয়। সেই মামলার শুনানিতে প্রাথমিক পর্যায়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ সেই রায়কেই বহাল রাখে। অর্থাৎ সিআইডি তদন্তের নির্দেশ বহাল রাখে আদালত। এই সংক্রান্ত মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্তও। যদিও পরবর্তী সময়ে এই মামলা ফের ফিরে আসে কলকাতা হাই কোর্টে।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে রাজ্যে চাকরি হারিয়েছে প্রায় ২৬০০০ শিক্ষক ও অশিক্ষক কর্মী। প্রথমে হাই কোর্ট, পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রাখে। আবার প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। এই আবহে ফের নিয়োগ দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code