বক্সা ও জয়ন্তীর মনোরম পরিবেশে ২৬তম উইন্টার আর্ট ক্যাম্প, সঙ্গে সমাজসেবার বার্তা
নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র বক্সা ও জয়ন্তীর কোলে শুরু হলো ২৬তম উইন্টার আর্ট ক্যাম্প ২০২৫। ‘নর্থবেঙ্গল আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে গত ২৪শে ডিসেম্বর এই আর্ট ক্যাম্পের শুভ উদ্বোধন হয় ২৮ বস্তি এলাকায়। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আয়োজিত এই শিবিরে শিল্প ও সমাজসেবার এক অনন্য মেলবন্ধন লক্ষ্য করা যাচ্ছে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পে মোট ৫০ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নদীয়া জেলা এবং সুদূর কলকাতা থেকেও শিল্পীরা এখানে এসেছেন। শিশু ও কিশোর শিল্পীদের পাশাপাশি নবীন ও প্রবীণ শিল্পীরা বক্সা, জয়ন্তী ও ২৮ বস্তির মনোরম পরিবেশে ছবি আঁকছেন।
গত ২৪শে ডিসেম্বর ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসএসবি (SSB)-র সাব-ইন্সপেক্টর অমিতাভ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন নর্থবেঙ্গল আর্টিস্ট গ্রুপের সভাপতি সুশান্ত বিশ্বাস, সহ-সভাপতি শিবশঙ্কর উপাধ্যায়, সম্পাদক সোমেশ দাস, কোষাধ্যক্ষ রথীন্দ্র নাথ সাহা এবং সহ-সম্পাদক প্রসেনজিৎ দাস।
শিবির চলাকালীন প্রতিদিন সকাল ৯টায় থাকছে ডেমোনস্ট্রেশন এবং সন্ধ্যায় থাকছে আঁকা ছবির প্রদর্শনী ও প্রোজেক্টরের মাধ্যমে বিশেষ প্রদর্শন। শুধুমাত্র শিল্পচর্চাতেই সীমাবদ্ধ থাকছে না এই আয়োজন, রয়েছে সমাজসেবার উদ্যোগও। আগামী ২৮শে ডিসেম্বর ইস্টার্ন ডুয়ার্স বি.পি. রোড ট্রেনিং কলেজ প্রাঙ্গণে দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হবে।
এই কম্বল বিতরণ ও সমগ্র অনুষ্ঠানটি আয়োজনে নর্থবেঙ্গল আর্টিস্ট গ্রুপের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জি.এফ. আর্ট একাডেমি, সুমিত্রা আর্ট একাডেমি, উত্তরবঙ্গ চারুকলা সোসাইটি এবং ইন্টারন্যাশনাল ফাইন আর্টস রিসার্চ সেন্টার। শীতের আমেজে পাহাড়ের কোলে এই উদ্যোগ স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্যে সাড়া জাগিয়েছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊