SIR আতঙ্কে গ্রামীণ মানুষের পাশে মন্ত্রী উদয়ন, সহায়তা ক্যাম্পে নিজে ফর্ম পূরণে সাহায্য
রাজ্যের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে ভোটার তালিকা সংশোধন বা পরিচয় যাচাই নিয়ে যে SIR (Special Summary Revision) আরম্ভ হয়েছে, তার মধ্যেই সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার সকাল থেকেই তিনি ব্যক্তিগত উদ্যোগে এলাকার একটি SIR সহায়তা ক্যাম্পে পৌঁছে মানুষের ফর্ম পূরণে সাহায্য করেন।
এদিন ক্যাম্পে ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র বা অন্যান্য নথি যাচাই নিয়ে চিন্তায় ছিলেন। তাঁদের পাশে দাঁড়িয়ে মন্ত্রী উদয়ন একে একে মানুষের কাছ থেকে নথি নিয়ে ফর্ম পূরণ করে দেন, কোথায় কোন কাগজ লাগবে সে বিষয়ে পরামর্শ দেন এবং ভুল–ত্রুটি সংশোধন করে দেন।
সরকারি নিয়ম নিয়ে মানুষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। কেউ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গ্রামবাসীরা যাতে সঠিকভাবে তথ্য জমা দিতে পারেন, সেজন্যই নিজে মানুষের পাশে দাঁড়াচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুধু আজ নয় কয়েকদিন থেকেই তিনি জণগণকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।
স্থানীয়দের অনেকেই জানান, মন্ত্রীর উপস্থিতি তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। কেউ কেউ আবার বলেন, এতদিন পরে তাঁরা সরাসরি সরকারি সহায়তা পাচ্ছেন বলে স্বস্তি বোধ করছেন।
জণগণের পাশে দাঁড়িয়ে মন্ত্রী উদয়নের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা ছড়াচ্ছে বলেই মনে করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊