হাসখালিতে একসঙ্গে ১২ জন গ্রেপ্তার! ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ২ ভারতীয় দালাল ধরা পড়ল পুলিশের অভিযানে
নদিয়া:
হাসখালি থানার তৎপরতায় বড় সাফল্য। শনিবার বিকেলে পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল ১০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাদের সাহায্যকারী ২ জন ভারতীয় দালাল। মোট গ্রেপ্তার ১২ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশি নাগরিকদের সন্দেহজনক গতিবিধি দেখে হাসখালি থানার একটি টিম তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপরই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
তদন্তে উঠে এসেছে, ধৃত বাংলাদেশি নাগরিকরা কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন জায়গায় বসবাস করছিল। শুক্রবার বিকেলে তারা হাসখালির উমরপুর এলাকায় পৌঁছায় এবং দুই ভারতীয় দালালের সাহায্যে আশ্রয় নেয়। ওই দালালরা তাদের একই রাতে অবৈধভাবে আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল বলে পুলিশ জানিয়েছে।
ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা হলেন, সাদ্দিক মোরোল (৫২), সাহিন মোরোল (২৯), আজাহারউদ্দিন মোরোল (২২), মহম্মদ সামিরউদ্দিন মোরোল (১৮), শেখ সাহেব (২৭), হাসমিতা পারভিন হীরা (৪৫), আমিনা মোরোল (৬৫), রিনা বেগম (৩৫), নুরনাহার বেগম (২৫), সুমাইয়া খাতুন (১৮)। আরও জানা গিয়েছে, ধৃত ভারতীয় দালাল সাবির দফাদার (৩২), সাইফুল দফাদার (১৮)। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে এবং দালাল চক্রের পিছনে থাকা অন্যান্যদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊