Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC Result: শুক্রবার অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ হতে পারে SSC-র ফল

SSC Result: শুক্রবার অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ হতে পারে SSC-র ফল 

SSC RESULT



২৬,০০০ চাকরি বাতিলের পর দেশের শীর্ষ আদালতের নির্দেশে প্রায় ৩৫০০০ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন। গত ৭ ও ১৪ ই সেপ্টেম্বর দুইধাপে নবম-দশম এবং একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর তারপর থেকেই ফলের অপেক্ষা করছে প্রার্থীরা। সূত্রের খবর নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে ফল। যদিও এনিয়ে কমিশনের তরফে এখনোও কোনো তারিখ ঘোষনা করা হয়নি।

দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, আগামী শুক্রবারই এই ফলাফল ঘোষণা করা হতে পারে। শুক্রবার প্রথম পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছে সূত্র। পাশাপাশি পরের সপ্তাহেই নবম-দশমের পরীক্ষার ফল প্রকাশ হবে এমনটাই দাবি সূত্রের।

প্রায় ৩৫০০০ পদের জন্য পরীক্ষায় বসেছিলেন প্রায় ৫ লক্ষ ২৫ হাজার চাকরিপ্রার্থী। বিপুল সংখ্যক পরীক্ষার্থী এবং পদের কারণে এই ফলাফল নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফলের পর প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তবে ইন্টারভিউয়ের আগেই একটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। সফল প্রার্থীদের প্রথমে এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ে নথি পরীক্ষার (document verification) জন্য উপস্থিত হতে হবে। সমস্ত নথি খতিয়ে দেখার পরেই তাঁদের ইন্টারভিউয়ের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code