Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজ্ঞানের ছাত্র কিন্তু নেশা ইতিহাসে, সংগ্রহে বহু দুষ্পাপ্য সামগ্রী!

বিজ্ঞানের ছাত্র কিন্তু নেশা ইতিহাসে, সংগ্রহে বহু দুষ্পাপ্য সামগ্রী!



তিনি আসলে বিজ্ঞানের ছাত্র, কিন্তু নেশা তাঁর ইতিহাস নিয়ে চর্চা। আর এই চর্চা থেকেই দুর্লভ, দুষ্পাপ্য সামগ্রী সংগ্রহের প্রতি নেশা জন্মানো। সুলতানি, মুঘল আমলের মুদ্রা থেকে হাতির দাঁতের আতরদানি, বিভিন্ন দেশের ডাকটিকিট থেকে বিশ্বের সবথেকে ছোট মুদ্রা ফানামও রয়েছে তাঁর সংগ্রহে। আর এই নিয়েই বেশ রয়েছেন ইংরেজবাজার শহরের মিশনঘাট এলাকার অম্লান চক্রবর্তী। ইতিমধ্যে তাঁর বাড়িটি সংগ্রহশালায় পরিণত করেছেন। অম্লান বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে মাইক্রোবায়োলজি নিয়ে চেন্নাইয়ে গবেষণা করছেন। পাশাপাশি চলছে বিভিন্ন দুর্লভ সামগ্রী সংগ্রহেরও কাজ। তাঁর সংগ্রেহ প্রায় ১৫০ বছর আগেকার অলঙ্কার রাখার হাতির দাঁতের বাক্স, যা দুষ্প্রাপ্য সামগ্রীগুলির মধ্যে আকর্ষণীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code