Latest News

6/recent/ticker-posts

Ad Code

জমকালো সংবর্ধনা, বঙ্গভূষনের সাথে DSP পদে চাকরি, বিশ্বজয়ী রিচাকে ঘিরে উন্মাদনা ইডেনে

জমকালো সংবর্ধনা, বঙ্গভূষনের সাথে DSP পদে চাকরি, বিশ্বজয়ী রিচাকে ঘিরে উন্মাদনা ইডেনে 

Richa Ghosh


জমকালো সংবর্ধনা, বঙ্গভূষনের সাথে DSP পদে চাকরি, বিশ্বজয়ী রিচাকে ঘিরে উন্মাদনা দেখা গেল ক্রিকেটের নন্দনকাননে। এদিন ইডেন গার্ডেনে এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি সহ এক ঝাঁক তারকা।

এদিন চমকপ্রদ ভাবে সিএবির এই অনুষ্ঠানে একগুচ্ছ উপহার পেল রিচা। রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করল রাজ্য সরকার। সেই সঙ্গে সিএবির তরফে তাঁকে ৩৪ লক্ষ টাকা এবং সোনার ব্যাটও উপহার দেওয়া হয়েছে। এসবের পাশাপাশি রাজ্য পুলিশের ডিএসপি পদে তাঁকে নিয়োগ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, সিএবি সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী-সহ একাধিক প্রাক্তন ক্রিকেটার, সিএবির অন্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন।

সিএবির তরফে রিচাকে প্রথমে উত্তরীয় তুলে দেওয়া হয়, তারপর ফুল-মিষ্টি। ফাইনালে ৩৪ রান করার জন্য ৩৪ লক্ষ টাকা উপহার প্রদান করা হয়। চেক তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে রিচাকে রাজ্যের অন্যতম সেরা নাগরিক সম্মান বঙ্গভূষণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে উত্তরীয় ও সোনার চেন। সেই সঙ্গে তাঁকে রাজ্য পুলিশে সাম্মানিক ডিএসপি পদও দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনার জন্য ফ্রিডম ট্রফির রেপ্লিকা তুলে দিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ট্রফির রেপ্লিকাটিও উপহার স্বরূপ রিচাকে দেন মুখ্যমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code