Latest News

6/recent/ticker-posts

Ad Code

মন্ত্রী উদয়নের এক ফোনেতেই সমস্যা সমাধান, খুশি গ্রামের সাধারণ মানুষেরা

মন্ত্রী উদয়নের এক ফোনেতেই সমস্যা সমাধান, খুশি গ্রামের সাধারণ মানুষেরা

Udyan Guha


সোমবার দিনহাটা ২ নং ব্লকের বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের পাথরসনে মন্ত্রী উদয়ন গুহ প্রতিদিনের মতো আজকেও ৭/২২৭ নম্বর বুথে জনসংযোগ করতে গিয়ে সাধারণ মানুষদের বিভিন্ন সমস্যার কথা জেনে নেন। ওই এলাকার একটি স্কুলের পাশে বিদ্যুতের একটি তার ঝুলে রয়েছে। সেখানে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। গ্রামের মানুষজন মন্ত্রীকে পেয়ে তার কাছে অভিযোগ জানানো মাত্র মন্ত্রী উদয়ন গুহ তিনি সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের সঙ্গে টেলিফোনে কথা বলেন। পরে মন্ত্রী বলেন, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক কথা দিয়েছেন অতিসত্বর সেই সমস্যা সমাধান করার জন্য ব্যবস্থা নেবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ২৬ এর বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে মন্ত্রী উদয়ন গুহ তথা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে তৎপরতা ততই বেড়ে চলেছে। তৃণমূলের কর্মী সমর্থকরা আলাদা আলাদা ভাবে যেমন নানা কর্মসূচি হাতে নিয়েছে, পাশাপাশি মন্ত্রী উদয়ন গুহ প্রায় প্রতিদিন গ্রামে গ্রামে ঘুরে মানুষের সমস্যা জেনে নিচ্ছেন এবং মানুষের কাছে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন।

এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও দিনহাটা ২ নং ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code