'স্কুলে ক্লাসরুম নেই' জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে জানালেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাই
দিনহাটা:
স্কুলে নেই ক্লাসরুম সেই সমস্যার কথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কাছে তুলে ধরলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাই। এমনই অবাক করা দৃশ্য দেখা গেল দিনহাটা ২ ব্লকের খাটামারী এপি প্রাথমিক বিদ্যালয়। কেমন চলছে প্রাথমিক বিদ্যালয় গুলির পঠন পাঠন সেই সমস্ত বিষয় খোঁজখবর নিতে এবার সরজমিনে পরিদর্শনে কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রজত বর্মা।
বৃহস্পতিবার সকাল থেকেই দিনহাটার বিভিন্ন এলাকায় প্রাথমিক বিদ্যালয় গুলিতে পৌঁছে গিয়ে বিদ্যালয়ের পঠন-পাঠনের বিষয়ে খোঁজখবর নিতে সেখানে তিনি পৌঁছে যেতেই ছাত্রছাত্রীরা তাকে স্কুলের সমস্যার কথা তুলে ধরেন। দ্রুত সেই সমস্যা সমাধানের আশ্বাসও দেন ডিপিএসসি চেয়ারম্যান রজত বর্মা। ছাত্র-ছাত্রীদের সমস্যার কথা শোনার পাশাপাশি বিদ্যালয়ের সমস্ত নথিপত্র ঠিকঠাক রয়েছে কিনা সেই সমস্যা বিষয় খোঁজখবর নেন তিনি। বিভিন্ন সময় পঠন-পাঠনের মান নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত বিষয়ের খোঁজখবর নিতেই সরজমিনে তিনি পরিদর্শন করলেন।
এদিন বামনহাটচক্র সম্পদের খাটামারী এপি বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে সেখানে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন। এমনকি দেখা যায় তিনি নিজেও ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। তবে এই পরিদর্শন একেবারেই রুটিন মাফিক বলে দাবি করেছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রজত বর্মা।
তিনি জানান, সপ্তাহের বেশিরভাগ দিনগুলিতেই পরিদর্শন করা হয় বিভিন্ন স্কুলে। সেই স্কুল গুলি কি অবস্থা রয়েছে সেই সমস্ত বিষয়ে খোঁজখবর নেওয়ার লক্ষ্যে এই পরিদর্শন বলে জানান তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊