নিখোঁজ! মানসিক ভারসাম্যহীন আব্দুল হকের সন্ধানে পরিবার, প্রশাসনের দ্বারস্থ
নিজস্ব সংবাদদাতা, ওকড়াবাড়ী:
কোচবিহার জেলার ওকড়াবাড়ী এলাকার চন্দ্রনারায়ণ গ্রামের বাসিন্দা আব্দুল হক গত রবিবার থেকে নিখোঁজ। আব্দুল হক মানসিক ভারসাম্যহীন এবং তার বয়স আনুমানিক ৩৭ বছর। নিখোঁজ হওয়ার পর থেকে তিন দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
স্থানীয় সূত্রে খবর, আব্দুল হক রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপর থেকে আর ফেরেননি। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আব্দুল কানে শুনতে পেলেও কথা বলতে পারেন না। এই বিশেষ শারীরিক অবস্থার কারণেই পরিবার তার নিরাপত্তা নিয়ে আরও বেশি চিন্তিত।
বাড়িতে তার অসহায় মা এবং ছোট ভাই আব্দুলের অপেক্ষায় প্রহর গুনছেন। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের ডায়রি (G.D.) করা হয়েছে। আব্দুল হককে দ্রুত খুঁজে বের করার জন্য প্রশাসন ও সাধারণ মানুষের কাছে তার পরিবার কাতর অনুরোধ জানিয়েছে।
যদি কোনো ব্যক্তি আব্দুল হকের খোঁজ পান বা তাকে দেখতে পান, তবে অবিলম্বে পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের নম্বর: 81012 09971

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊