'গণতন্ত্র বিপন্ন', সংবিধান দিবসে কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের
আজ ২৬শে নভেম্বর সংবিধান দিবস। আর সংবিধান দিবসে দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকেও খোঁচা দিয়েছেন তিনি। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
বিজেপি শাসনকালে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে! দেশের গণতন্ত্র নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার ‘কুটিল ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ তুলে আসছেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) একইভাবে কেন্দ্রের বিজেপি সরকারকে এই ইস্যুতে তীব্র নিশানা করছেন দীর্ঘদিন ধরে। সংবিধান দিবসে সেই নিশানা আরোও জোরালো করলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “এই মুহূর্তে গণতন্ত্র বিপন্ন। ধর্মনিরপেক্ষতা বিপন্ন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বুলডোজার চলছে।” তিনি আরও জানিয়েছেন, ” যখন ফেডারেলিজমকে ধ্বংস করা হচ্ছে, এই সংকটময় সময়ে, আমাদের সংবিধান যে মূল্যবান নির্দেশনা প্রদান করে তা রক্ষা করতে হবে।”
এদিন সংবিধান দিবসে রেড রোডে যান মুখ্যমন্ত্রী। আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের পরও কেন্দ্রকে নিশানা করলেন তিনি। “যে কোনও মূল্যে সংবিধানকে রক্ষা করতে হবে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে। ভোটাধিকার হরণ করা হচ্ছে।যারা ক্ষমতা আছেন, তাঁরা দেশের স্বাধীনতা আন্দোলনে অংশ নেননি।” সেই কথাও বলেছেন মমতা। “দেশে নিরপেক্ষতা নেই, একপক্ষ নেওয়া হচ্ছে। রাজা রামমোহন রায়কে অপমান করা হচ্ছে।” সেই কথাও বলেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন,
আজ সংবিধান দিবসে, আমি আমাদের মহান সংবিধানের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই—সেই ঐতিহাসিক দলিলের প্রতি, যা আমাদের ভারতকে একসূত্রে বেঁধে রেখেছে।সংবিধানের স্বপ্নদ্রষ্টা নির্মাতাদের প্রতিও আজ আমার শ্রদ্ধা নিবেদন, বিশেষ করে ড. বি. আর. আম্বেদকরকে, যিনি এই সংবিধানের প্রধান স্রষ্টা।আমি বিশেষভাবে শ্রদ্ধা জানাই সংবিধান প্রণয়ন সভার বেঙ্গল থেকে মনোনীত সদস্যদের, যারা আমাদের সংবিধান নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।আমি বিশ্বাস করি, আমাদের সংবিধানই জাতির মেরুদণ্ড—যা অসংখ্য সংস্কৃতি, ভাষা ও সম্প্রদায়ের বৈচিত্র্যকে নিখুঁতভাবে একত্রে বুনে গড়ে তুলেছে এক ঐক্যবদ্ধ, ফেডারেল ভারত।এই পবিত্র দিনে আমরা পুনর্ব্যক্ত করছি—সংবিধানে অন্তর্নিহিত মূল গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের প্রতিশ্রুতি। অঙ্গীকার করছি—জাতিকে সংজ্ঞায়িত ও শক্তিশালী করে তোলা সেই পবিত্র নীতিগুলোকে সতর্কতার সাথে রক্ষা করব।আজ, যখন গণতন্ত্র চ্যালেঞ্জের মুখে, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, ফেডারেল কাঠামো ক্ষতিগ্রস্ত—এই সংকটের সময় আমাদের অবশ্যই সংবিধানের প্রদত্ত অমূল্য পথনির্দেশকে রক্ষা করতে হবে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊