Latest News

6/recent/ticker-posts

Ad Code

গ্রামীণ চিকিৎসক মরহুম মহির উদ্দিন মিয়াকে শ্রদ্ধা ও মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ আলোচনা সভা

মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ আলোচনা সভা, গ্রামীণ চিকিৎসক মরহুম মহির উদ্দিন মিয়াকে শ্রদ্ধা ও কর্মজীবনের রজত জয়ন্তী পালন


মা ও শিশু স্বাস্থ্য, শিশু চিকিৎসক, ডা: বিনায়ক রায়, কোচবিহার স্বাস্থ্য আলোচনা, সাধনা আয়ুর্বেদ, মহির উদ্দিন মিয়া, মেহেরুল হক, রজত জয়ন্তী, স্বাস্থ্যসভা, Cooch Behar Health Talk, Dr. Binayak Ray, Sadhana Ayurveda Event, Mother Child Health West Bengal


কোচবিহার, ১৭ নভেম্বর: গত ১৬ নভেম্বর, রবিবার, স্থানীয় সাধনা আয়ুর্বেদ-এর বিশেষ উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। মা ও শিশুদের স্বাস্থ্য পরিচর্যা ও সুরক্ষার উপর আলোকপাত করার জন্য এই সভার আয়োজন করা হয়েছিল।

এদিনের আলোচনা সভার মূল বিষয়বস্তু ছিল 'মা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা'। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহারের অন্যতম সুনামধন্য শিশু চিকিৎসক ডা: বিনায়ক রায়। তিনি অত্যন্ত দক্ষতার সাথে শিশু এবং হবু মায়েদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন জটিল দিক নিয়ে বিশদ আলোচনা করেন এবং উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তাঁর মূল্যবান বক্তব্য শ্রোতাদের মধ্যে ব্যাপক স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে সহায়ক হয়।

মা ও শিশু স্বাস্থ্য, শিশু চিকিৎসক, ডা: বিনায়ক রায়, কোচবিহার স্বাস্থ্য আলোচনা, সাধনা আয়ুর্বেদ, মহির উদ্দিন মিয়া, মেহেরুল হক, রজত জয়ন্তী, স্বাস্থ্যসভা, Cooch Behar Health Talk, Dr. Binayak Ray, Sadhana Ayurveda Event, Mother Child Health West Bengal
বক্তব্য রাখছেন চিকিৎসক বিনায়ক রায়

আলোচনা সভার পাশাপাশি এই অনুষ্ঠানটি ছিল শ্রদ্ধাঞ্জলি ও শুভকামনার এক বিরল মেলবন্ধন। গ্রামীণ চিকিৎসক মরহুম মহির উদ্দিন মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা গ্রামীণ স্বাস্থ্যসেবায় মরহুম মহির উদ্দিন মিয়ার নিঃস্বার্থ অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর কর্মময় জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে, মরহুম মহির উদ্দিন মিয়ার কনিষ্ঠ পুত্র মেহেরুল হকের কর্মজীবনে ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উপলক্ষে তাঁকে আন্তরিক শুভকামনা জানানো হয়। তাঁর সফল কর্মজীবনের এই বিশেষ মাইলফলকটি উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা পায়।

সাধনা আয়ুর্বেদ-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের গুণীজনদের অবদানকে স্বীকৃতি ও শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যেই এই ধরনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আলোচনা সভায় এলাকার বহু সাধারণ মানুষ, স্বাস্থ্যকর্মী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code