Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাড়ির উপর দিয়ে তার যাওয়ায় বাধা দিচ্ছিলেন এলাকার বাসিন্দারা অবশেষে পুলিশি হস্তক্ষেপে হল কাজ

বাড়ির উপর দিয়ে তার যাওয়ায় বাধা দিচ্ছিলেন এলাকার বাসিন্দারা অবশেষে পুলিশি হস্তক্ষেপে হল কাজ 

Dinhata news


বিদ্যুতের লাইন বাড়ির উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে বিদ্যুতের লাইন টানানো বাধা দিচ্ছিলেন এলাকার বাসিন্দারা। অবশেষে পুলিশ- প্রশাসনের সহযোগিতায় সেই লাইন টানানোর কাজ সম্পন্ন করলো বিদ্যুৎ বন্টন দপ্তর।


বৃহস্পতিবার দিনহাটা এক নম্বর ব্লকের বড় বোয়ালমারী এলাকায় এ ঘটনা ঘটেছে। বাসিন্দাদের অভিযোগ, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের লাইন বাড়ির উপর দিয়ে নিয়ে যাওয়াতে বিপদের সম্ভাবনা দেখা দিয়েছে। বিদ্যুৎ দপ্তরের বক্তব্য, ওটি পুরনো একটি লাইন। কেবলমাত্র নতুন করে খুঁটি লাগিয়ে সেই তারগুলিকে উঁচু করে দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা এক নম্বর ব্লকের বড় বোয়ালমারী এলাকায় বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে তার টানাতে যায় বিদ্যুৎ দপ্তরের লোকজন। এলাকার বাসিন্দাদের বাধায় বিদ্যুৎ- এর তার টানাতে পারেনি বিদ্যুৎ দপ্তর। বাসিন্দাদের বক্তব্য, ঘনবসতিপূর্ণ এই এলাকায় বাড়ির উপর দিয়ে বিদ্যুতের তারগুলি টানানোর ফলে দুর্ঘটনার সম্ভাবনা রয়ে গিয়েছে। ইতিমধ্যেই তারা দিনহাটা মহকুমা শাসক, দিনহাটা এক নম্বর ব্লকের বিডিও থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর এমনকি জেলা শাসককেউ বিষয়টি জানানো হয। অথচ সমস্যাটির দিকে কেউ নজর দেয়নি।

এদিকে এদিন দিনহাটা বিদ্যুৎ বন্টন দপ্তরের আধিকারিক কল্যাণবর সরকার এক বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। গ্রামবাসীদের প্রতিবাদ সত্ত্বেও পুলিশের উপস্থিতিতে এদিন সেখানে বিদ্যুতের তার লাগানো হয়।

বিদ্যুৎ দপ্তরের আধিকারিক কল্যাণবর সরকার বলেন, ওটি একটি পুরনো লাইন। মানুষ ভুল বুঝে ওই তার টানাতে বাঁধা দিয়েছিল। পুরানো এই লাইন নতুন করে খুঁটি দিয়ে সেই তার উঁচুতে উঠানো হলো। এতে মানুষের কোন রকম সমস্যা হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code