মন্ত্রী উদয়নের হস্তক্ষেপে স্বস্তি, OBC, Domicile সার্টিফিকেট পেতে আর অসুবিধা হবে দিনহাটা SDO-তে
দীর্ঘ প্রশাসনিক জটিলতা ও আধিকারিকের অভাবে বন্ধ হয়ে ছিল দিনহাটা মহকুমার একাধিক গুরুত্বপূর্ণ শংসাপত্র ইস্যুর কাজ—যার মধ্যে ছিল OBC revalidation certificate, domicile certificate সহ বিভিন্ন নথি। এর ফলে সরকারি চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়েছিলেন চাকরিপ্রার্থী ও সাধারণ ছাত্রছাত্রীরা।
অবশেষে সেই জটিলতার সমাধান হল মন্ত্রী উদয়ন গুহর হস্তক্ষেপে। সূত্রের খবর, এইসব শংসাপত্র ইস্যুর দায়িত্বে ছিলেন দিনহাটা মহকুমা শাসক (SDO)। কিন্তু পূর্বতন মহকুমা শাসক বিধুশেখর বদলি হয়ে যাওয়ার পর থেকে পদটি খালি ছিল, ফলে সমস্ত সার্টিফিকেট ইস্যুর কাজ বন্ধ হয়ে পড়ে।
আজ ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীরা সরাসরি মন্ত্রী উদয়ন গুহর শরণাপন্ন হন। মন্ত্রী সঙ্গে সঙ্গে কোচবিহার জেলা শাসক রাজু মিশ্রাকে ফোন করে সমস্যার সমাধানের নির্দেশ দেন। এরপরই জেলা শাসক দ্রুত পদক্ষেপ নিয়ে দিনহাটা ডিএমডিসি বিজয়গিরিকে অস্থায়ীভাবে সার্টিফিকেট প্রদানের দায়িত্ব অর্পণ করেন।
মন্ত্রী উদয়ন গুহর এই তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ছাত্র ও চাকরিপ্রার্থীরা। সকলের আশা, এখন থেকে দ্রুত হাতে পাবেন তাদের বহু প্রতীক্ষিত শংসাপত্র।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊