রাসমেলায় ফুটপাত ব্যবসায়ীদের বিক্ষোভ, পুর চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
ঐতিহ্যবাহী কোচবিহার রাসমেলা সংলগ্ন রাস্তার ধারে দোকান বসাতে না দেওয়ার অভিযোগে সোমবার উত্তাল হয়ে উঠল জেনকিন্স মোড়। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ফুটপাতের ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, সামান্য পুঁজি নিয়ে ব্যবসা করে রুজি-রোজগার জোগাড়ের একমাত্র পথ বন্ধ করে দিয়েছে পুরসভা, এমনকি পুলিশ দিয়ে জোর করে উঠিয়ে দেওয়া ও দমকলের জল মারার মতো গুরুতর অভিযোগও উঠেছে।
বিক্ষোভকারী ব্যবসায়ীরা জানান, তাঁরা গরীব মানুষ। মেলার মাঠে জায়গা কিনে স্টল দেওয়ার মতো আর্থিক সামর্থ্য তাঁদের নেই। ঋণ বা ধারদেনা করে অল্প কিছু মাল কিনে রাস্তার ধারে দোকান সাজিয়ে তাঁরা সারা বছরের রুটি-রুজির আশা করেন। কিন্তু পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের নির্দেশে রবিবার পুলিশ তাঁদের জোর করে উঠিয়ে দেয়। ফুটপাতের ব্যবসায়ীদের আরও অভিযোগ, পুলিশ ও দমকলকর্মীরা দমকলের জল ব্যবহার করে তাঁদের দোকান উঠিয়ে দিয়েছে, যার ফলে তাঁদের কিছু সংখ্যক মালপত্র নষ্ট হয়েছে।
ব্যবসায়ীরা বারবার পুরসভার চেয়ারম্যানের কাছে আবেদন জানালেও সেই আবেদন নাকচ করা হয়েছে বলে তাঁরা দাবি করেন। এক বিক্ষোভকারী বলেন, "আমরা কোচবিহার জেলার ফুটপাত ব্যবসায়ী। আমরা এই জেলাতেই ভোট দিই। এই কথা চেয়ারম্যানকে জানালে তিনি নাকি ঔদ্ধত্যের সঙ্গে বলেছেন, 'ভোট দিতে হবে না'।" চেয়ারম্যানের এমন মন্তব্যে তাঁরা আরও বেশি ক্ষুব্ধ এবং অপমানিত।
বিক্ষোভের জেরে এদিন জেনকিন্স মোড় সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। যদিও এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শহরের বাইরে থাকার কারণে তাঁর কোনও মন্তব্য পাওয়া যায়নি।
ফুটপাত ব্যবসায়ীদের দাবি, হয় তাঁদের রাস্তার ধারে বসতে দিতে হবে, না হয় স্বল্প মূল্যে মেলার মাঠে স্টলের ব্যবস্থা করে দিতে হবে। তাঁদের রুজি-রোজগারের এই পথ বন্ধ হলে তাঁদের পরিবার পথে বসবে। তাঁরা অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊