SIR নিয়ে তোলপাড়! কোচবিহারের নাটাবাড়ি ও দিনহাটায় BLO 2 পদে তৃণমূল কর্মীদের নাম নিয়ে শাসক-বিরোধী তরজা
কোচবিহার, নভেম্বর ৪: রাজ্য রাজনীতিতে যখন 'SIR' (Special Integrated Revision) নিয়ে তোলপাড় চলছে, ঠিক তখনই কোচবিহারের নাটাবাড়ি এবং দিনহাটা বিধানসভা কেন্দ্রে দেখা গেল শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র চাপানউতোর। ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত BLO 2 (বুথ লেভেল অফিসার - ২) পদে তৃণমূল কর্মীদের নাম ব্যবহারের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে দুই কেন্দ্রের রাজনৈতিক মহলই সরগরম।
নাটাবাড়িতে BLO 2 বিতর্কে চাঞ্চল্য
নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১০৮ নং বুথের বাসিন্দা বিপ্লব কুমার দাসের নাম বিজেপির পক্ষ থেকে BLO 2 তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ। যদিও বিপ্লব দাস এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাবি, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের কর্মী। তাঁকে না জানিয়েই বিজেপি তাঁর নাম BLO 2-এ রেখেছে।
কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ তন্ত্রী এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপির দুর্বলতা প্রমাণ করতে চেয়েছেন। তিনি বলেন, "নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি এতটাই দুর্বল যে কাউকে না জানিয়ে বিপ্লব কুমার দাসের নাম BLO 2-তে রেখেছে। এতেই প্রমাণ হয় বিগত দিনে বিজেপি বিধায়ক এলাকায় কোনো কাজ করেনি। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রতি যে বঞ্চনা করছে, তাতে বিজেপির জনসমর্থন কতটা তলানিতে ঠেকেছে তা আবার প্রমাণ হলো।"
তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ৩ নং মন্ডলের সভাপতি চিরঞ্জিত দাস তৃণমূলের বিরুদ্ধে 'নোংরা রাজনীতি' করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, "১০৮, ১০৫ নং বুথের BLO লিস্ট জমা-ই পড়েনি। তৃণমূলের পক্ষ থেকে কাকে ধরে বেঁধে বলা হচ্ছে BLO 2? এবং যে বিপ্লব কুমার দাসের নাম বলা হয়েছে, সেখানে যে এপিক নম্বর দেওয়া হয়েছে সেটা যাচাই করে দেখলে দেখা যাবে সেই এপিক নাম্বার ভুয়ো। তৃণমূলের খেয়ে কোনো কাজ নেই, তাই বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য এই নোংরা রাজনীতি করছে।"
দিনহাটার একই চিত্র, বিজেপি-তৃণমূল বাগযুদ্ধ
একই ধরনের বিতর্ক দেখা গেছে কোচবিহারের দিনহাটায়। বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গানগরের বাসিন্দা গোপাল বর্মন পাঁচ বছর আগে বিজেপি ছেড়ে মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে তৃণমূলে যোগ দিয়েছিলেন। অথচ, বর্তমানে 'SIR'-এর জন্য BLO 2-এর তালিকায় বিজেপি তাঁর নাম পাঠিয়েছে বলে অভিযোগ।
হকচকিয়ে যাওয়া গোপাল বর্মনের বক্তব্য, তিনি বর্তমানে তৃণমূল দলের সদস্য। হঠাৎ কেন তাঁর নাম বিজেপির BLO 2-এর তালিকায় দেওয়া হলো, তা তিনি জানেন না। তিনি জানান, গ্রামের এক বিজেপি নেতা তাঁকে ফোন করেছিলেন। তিনি তাঁকে স্পষ্ট বলে দেন যে তাঁকে জিজ্ঞেস না করে বা তিনি তৃণমূল করেন জেনেও কেন তাঁর নাম দেওয়া হলো?
এ প্রসঙ্গে দিনহাটা দুই নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য দাবি করেন, "বর্তমানে বিজেপির কোনো কর্মী নেই। তারা কী করবে ভেবে উঠতে পারছে না, তাই কর্মী না থাকায় তৃণমূল কর্মীকেও তারা তাদের BLO 2-এর তালিকায় রেখেছে।" এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, "কেন্দ্রের বিজেপি সরকার 'SIR'-এর নামে এনআরসি করতে চাইছে, যেটা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।"
দুই ক্ষেত্রেই বিজেপি কর্মীদের অভাবের অভিযোগ তুলে শাসক দল তৃণমূল এই ঘটনাকে বিজেপির সংগঠনহীনতা ও রাজনৈতিক দেউলিয়াত্বের প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে। অন্যদিকে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিথ্যা অভিযোগ তুলে নোংরা রাজনীতি করার পাল্টা অভিযোগ এনেছে। সব মিলিয়ে, 'SIR' প্রক্রিয়া শুরুর মুখেই কোচবিহারের রাজনৈতিক পারদ চড়ছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊