Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বকাপে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, কখন, কোথায় হবে খেলা?

বিশ্বকাপে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, কখন, কোথায় হবে খেলা? 

Ind vs Pak


মেয়েদের এক দিনের বিশ্বকাপে রবিবার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তানের মহিলা ক্রিকেট টিম। এশিয়া কাপে দুই দেশের মোকাবিলায় একরাশ বিতর্ক হয়েছে। পাক প্লেয়ারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। এবার বিশ্বকাপের আসরেও কি ঘটনা দেখা যাবে? ফতিমা সানাদের সঙ্গে হাত মেলাবেন হরমনপ্রীতরা?

রবিবার মহিলা বিশ্বকাপের আসরে শ্রীলঙ্কার কলোম্বর আর প্রেমাদাস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দেশ। বিকাল তিনটায় শুরু হবে ম্যাচ। ক্রীড়া প্রেমীরা এখন এই ম্যাচের দিকেই তাকিয়ে।

পাকিস্তান নারী স্কোয়াড: মুনিবা আলী, ওমাইমা সোহেল, সিদরা আমিন, রামিন শামীম, আলিয়া রিয়াজ, সিদরা নওয়াজ (ডব্লিউ), ফাতিমা সানা (সি), নাতালিয়া পারভেজ, ডায়ানা বেগ, নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, ইমান ফাতিমা, সৈয়দা আরুব শাহ, সাদাফ শামস।

ভারত মহিলা স্কোয়াড: প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (সি), জেমিমাহ রড্রিগস, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (ডব্লিউ), আমনজত কৌর, স্নেহ রানা, ক্রান্তি গৌড়, শ্রী চরণি, রাধা যাদব, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code