'স্পষ্ট নয়', SSC-কে দাগিদের তালিকা আবার প্রকাশ করার নির্দেশ সুপ্রিমকোর্টের
এসএসসি প্রকাশিত দাগি অযোগ্যদের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলো দেশের শীর্ষ আদালত। সময় মতোই ফলপ্রকাশের অনুমতি দিলেও ফের তালিকা প্রকাশের নির্দেশ দিল আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত সেপ্টেম্বর মাসে এসএসসি-র নবম-দশম এবং একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে। বুধবার এসএসসি আদালতে জানায়, নভেম্বরের প্রথম সপ্তাহেই ফল প্রকাশ করার চেষ্টা করছে। আদালত তার অনুমতি দিয়েছে।
এদিন অসন্তোষ প্রকাশ করে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চের বক্তব্য, দাগি অযোগ্যদের তালিকা অস্পষ্ট। বিচারপতি সঞ্জয় কুমার বলেন, ‘‘বিস্তারিত ভাবে তালিকা প্রকাশ করতে হবে। সেখানে বিষয়ভিত্তিক, সংরক্ষণভিত্তিক তথ্য থাকতে হবে।’’ আদালতের কথায় এসএসসিকে আবার দাড়ি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৪ নভেম্বর।
বিচারপতি সঞ্জয় বলেন, ‘‘কোনও গোপনীয়তা রাখবেন না। বিস্তারিত ভাবে উল্লেখ করে আবার দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করুন। বিষয়টি নিয়ে না হলে আবার জটিলতা তৈরি হবে। আবার কেউ অন্য কিছু নিয়ে আদালতে আসবেন।’’
স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেপ্টেম্বরে। দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করে তাঁদের পরীক্ষায় বসতে নিষিদ্ধ করার পর হয় পরীক্ষা। মডেল অ্যানসার কি প্রকাশ ও চ্যালেঞ্জ সব প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। নভেম্বরে প্রকাশ হতে পারে ফল। এরপর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। ডিসেম্বরের মধ্যেই হবে নিয়োগ। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫,৬৫,০০০ জন। নবম-দশমের ক্ষেত্রে ৩১,০০০ এর কিছু বেশি ভিন্রাজ্যের বাসিন্দা। একাদশ-দ্বাদশে ভিন্রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ১৪,৫১৭। নবম-দশমের ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লক্ষ ১৯ হাজার ৯৬১ জন। পরীক্ষায় বসেছেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊