Latest News

6/recent/ticker-posts

Ad Code

পদার্থবিদ্যায় (ফিজিক্স) নোবেল জয় করলেন তিন বিজ্ঞানী

পদার্থবিদ্যায় (ফিজিক্স) নোবেল জয় করলেন তিন বিজ্ঞানী

Nobel Prize


পদার্থবিদ্যায় (ফিজিক্স) নোবেল জয় করলেন তিন বিজ্ঞানী। ২০২৫ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের জন্য যৌথ ভাবে মনোনীত হয়েছেন ব্রিটেনের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল এইচ ডেভোরেট এবং আমেরিকার জন এম মার্টিনিস।

বৈদ্যুতিক সার্কিটে ‘ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং’ এবং শক্তির পরিমাণ নির্ধারণের আবিষ্কারের জন্য তিন বিজ্ঞানীকে নোবেলের জন্য মনোনীত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ওঁদের আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিদ্যার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।’’

সুইডিশ কমিটির নিয়ম অনুযায়ী ক্লার্ক, মিশেল এবং মার্টিনিস সমান ভাবে ভাগ করে নেবেন ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনরের (প্রায় ১১ লক্ষ ডলার) পুরস্কার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code