এসআইআর নিয়ে মন্তব্য পাল্টা মন্তব্য নিশীথ–উদয়নের, উত্তাল কোচবিহারের রাজনীতি
কোচবিহার জেলা জুড়ে ফের রাজনৈতিক উত্তাপ। কেন্দ্রের এসআইআর ইস্যু ঘিরে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। একদিকে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নিশীথ প্রামাণিক, অন্যদিকে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ—এই দুই হেভিওয়েট নেতার পাল্টা মন্তব্যে সরগরম জেলাজুড়ে রাজনীতি।
নিশীথ প্রামাণিক সাংবাদিকদের সামনে বলেন, “এসআইআর হলে কোচবিহারে তিন লক্ষ ভোটারের নাম বাদ যাবে। কোচবিহার জেলার প্রায় আড়াইশোটি বুথ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। ওইসব বুথে বিপুল সংখ্যক অবৈধ ভোটার রয়েছে। এসআইআর কার্যকর হলে এইসব নাম বাদ যাবে। দিনহাটার ওকড়াবাড়ি, গিতালদহ, শুকারুকুঠি—এই এলাকাগুলো এক একটি মিনি পাকিস্তান। ভোটের সময় বিরোধীরা এখানে এজেন্ট বসাতে পারে না, শাসক দল ছাপ্পা মারে।”
নিশীথের বক্তব্যের পাল্টা আক্রমণে নামেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তিনি নিশীথ প্রামাণিকের মন্তব্যকে “অবিবেচনাপ্রসূত এবং অপমানজনক” বলে অভিহিত করে বলেন, “এসআইআর হলে নিশীথ নিজেই কাগজ দেখাতে পারবে তো? সে তো নিজেও বিতর্কিত নাগরিকত্বের অভিযোগে একসময় সংবাদ শিরোনামে এসেছে। মন্ত্রী হলে তো বাংলাদেশের লোকেরা আনন্দ করে!”
উদয়ন গুহ আরও বলেন, “দিনহাটার যেসব এলাকাকে নিশীথ ‘মিনি পাকিস্তান’ বলেছে, সেটা বলে সে ওই এলাকার সাধারণ মানুষকে অপমান করেছে। ওইসব এলাকায় বহু প্রজন্ম ধরে মানুষ ভারতীয় নাগরিক হিসেবে বাস করছেন। নিশীথ যতটা ভারতীয়, তার থেকে বেশি দেশপ্রেমিক ওই এলাকার মানুষ।”
মন্ত্রী এখানেই থামেননি। তিনি আরও কটাক্ষ করেন “যে আবু আল আজাদকে নিশীথ এখন ‘মিনি পাকিস্তান’-এর প্রতীক বানাচ্ছে, একসময় সেই আজাদকেই সঙ্গে নিয়ে এলাকায় মাস্তানি করত সে নিজেই। এখন রাজনীতি করার জন্য সব ভুলে গিয়ে সেই মানুষকেই দেশবিরোধী বলে দাগাচ্ছে।”

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊