Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাহারার ৮৮টি সম্পত্তি বিক্রি আদানিকে? সুপ্রিম কোর্টে আবেদন, কেন্দ্র ও সেবির মতামত চাইল আদালত

সাহারার ৮৮টি সম্পত্তি বিক্রি আদানিকে? সুপ্রিম কোর্টে আবেদন, কেন্দ্র ও সেবির মতামত চাইল আদালত


Sahara, Adani, Sahara property sale, Supreme Court, SEBI, Subrata Roy, Sahara assets, Adani group, Sahara scam, Sahara SEBI case, Sahara investors refund, Sahara 88 properties, Sahara real estate, Sahara land sale, Sahara Supreme Court case, Sahara Adani deal, Sahara SEBI update, Sahara news, Adani news, Indian business news, Sahara legal battle, Sahara investment refund, Sahara court hearing


সংবাদ একলব্য | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫

সাহারা গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা আইনি লড়াই নতুন মোড় নিচ্ছে। প্রয়াত সুব্রত রায়ের সংস্থা Sahara India Commercial Corporation Ltd (SICCL) সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে—তাদের ছড়িয়ে থাকা ৮৮টি সম্পত্তি শিল্পপতি গৌতম আদানির সংস্থাকে বিক্রি করার অনুমতি দেওয়া হোক, যাতে লগ্নিকারীদের বকেয়া টাকা ফেরত দেওয়া যায়।

১৪ অক্টোবর, ২০২৫-এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রীয় সরকার ও বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI-র মতামত জানতে চেয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১৭ নভেম্বরের মধ্যে কেন্দ্রের মতামত জমা দিতে হবে। সেই সঙ্গে আদালত বান্ধব শেখর নাফাদেকে নির্দেশ দেওয়া হয়েছে, ওই ৮৮টি সম্পত্তির বিস্তারিত তথ্য সংগ্রহ করে আদালতে পেশ করতে।

কোন কোন সম্পত্তি বিক্রির প্রস্তাব?

সাহারা গোষ্ঠীর আবেদন অনুযায়ী, বিক্রির তালিকায় রয়েছে:

  • Aamby Valley City, মহারাষ্ট্র
  • Sahara Seher, লখনউ
  • অন্যান্য রাজ্যের ছড়িয়ে থাকা বাণিজ্যিক ও আবাসিক সম্পত্তি

আদানি গোষ্ঠী জানিয়েছে, তারা একক চুক্তিতে সমস্ত সম্পত্তি কিনতে প্রস্তুত, এমনকি কিছু সম্পত্তি নিয়ে বিরোধ থাকলেও।

সাহারা গোষ্ঠীর আইনজীবী আদালতে জানিয়েছেন, সংস্থার মোট ২৪ হাজার কোটি টাকার সম্পত্তির মধ্যে ১৬ হাজার কোটি টাকা ইতিমধ্যে উদ্ধার করে SEBI-র হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি ৮৮টি সম্পত্তি বিক্রি করে বাকি বকেয়া মেটানো সম্ভব।

সুব্রত রায়ের জীবদ্দশায় সাহারা গোষ্ঠীর বিরুদ্ধে চিটফান্ড কেলেঙ্কারিতছরুপের অভিযোগ ওঠে। SEBI-র সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত সাহারাকে ২৪ হাজার কোটি টাকা জমা রাখতে বলে। সেই মামলারই পরবর্তী ধাপে এই সম্পত্তি বিক্রির প্রস্তাব এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code