বাংলাদেশে গন্ডারের দেহ উদ্ধার, রহস্যের কেন্দ্রে জলঢাকা নদী
কুড়িগ্রাম : বাংলাদেশের কুড়িগ্রামের জলঢাকা নদীতে সম্প্রতি একটি গন্ডারের দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে যে, এই দেহটি প্রতিবেশী রাষ্ট্র ভারতের ডুয়ার্স অঞ্চলে বন্যার কারণে ভেসে এসেছে। তবে এই ঘটনা প্রসঙ্গে ভারতের জলদাপাড়া কিংবা গোরুমারা বন বিভাগের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এই রহস্য আরও ঘনীভূত হচ্ছে সাম্প্রতিক বন্যায় গন্ডার ভেসে যাওয়ার একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে। গত কয়েক দিন আগে উত্তরবঙ্গের জলঢাকা নদীতে ভেসে গিয়ে একটি গন্ডারের মৃত্যুর খবর জানা যায়। এমনকি, জলদাপাড়া জাতীয় উদ্যান থেকেও চারটি গন্ডার ভেসে গিয়েছিল বলে খবর আসে। যদিও উত্তরবঙ্গের বনকর্তারা দাবি করেছিলেন যে ভেসে যাওয়া সবকটি গন্ডারকেই সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এমতাবস্থায়, কুড়িগ্রাম থেকে উদ্ধার হওয়া এই গন্ডারের দেহটি কোথা থেকে এল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। যদি উত্তরবঙ্গের বনকর্তাদের দাবি অনুযায়ী ভেসে যাওয়া সবকটি গন্ডার উদ্ধার হয়ে থাকে, তবে এই দেহটি কি সেই গন্ডারটির, যা জলঢাকা নদীতে ভেসে গিয়ে মারা গিয়েছিল? তবে এত দিন পর সেটি বাংলাদেশের কুড়িগ্রাম পর্যন্ত ভেসে যাওয়া কি সম্ভব? নাকি, উদ্ধার হওয়া এই দেহটি বন বিভাগ কর্তৃক উদ্ধার হয়নি এমন কোনো গন্ডারের?
সোশ্যাল মিডিয়ার দাবি অনুযায়ী, এটি কি সত্যিই ডুয়ার্সের জঙ্গল থেকে বন্যার জলে ভেসে আসা অন্য কোনো গন্ডারের দেহ?
বন বিভাগ এবং সংশ্লিষ্ট প্রশাসন ঘটনার তদন্ত করে এর উৎস নিশ্চিত না করা পর্যন্ত এই গন্ডারের দেহ উদ্ধারের বিষয়টি একটি রহস্যের আবরণে ঢাকা থাকবে। সীমান্তবর্তী দুই দেশের নদী প্রবাহের কারণে বন্যপ্রাণীর এভাবে ভেসে আসার ঘটনা নতুন না হলেও, এই নির্দিষ্ট দেহটির উৎস জানার জন্য উৎসুক স্থানীয় জনগণ এবং বন্যপ্রেমীরা। কুড়িগ্রামের প্রশাসন ও ভারতের বন বিভাগের পক্ষ থেকে দ্রুত সঠিক তথ্য প্রকাশ করা হলে এই রহস্যের জট খুলবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊