উত্তরবঙ্গের বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্যবিমা নিশ্চিত করতে নির্দেশ কৃষিমন্ত্রীর
নবান্নে শনিবার অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে উত্তরবঙ্গের অতিবৃষ্টিজনিত বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাংলা শস্যবিমার আওতায় আনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষি ও কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা, এবং ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার ও সংশ্লিষ্ট জেলার উপ কৃষি অধিকর্তারা।
কৃষিমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, উত্তরবঙ্গের কোনও বিপর্যস্ত কৃষক যেন বাংলা শস্যবিমা প্রকল্প থেকে বাদ না পড়েন। প্রয়োজনে আধিকারিকদের চাষিদের কাছে গিয়ে তাঁদের নাম সংগ্রহ করার পরামর্শও দিয়েছেন তিনি। তাঁর কথায়, “সরকারের লক্ষ্য, কোনও ক্ষতিগ্রস্ত কৃষক যেন বঞ্চিত না হন। আমি আধিকারিকদের বলেছি, সরাসরি মাঠে গিয়ে কৃষকদের নাম তুলতে হবে।”
এই বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানা গিয়েছে, ইতিমধ্যেই ৪২ লক্ষ কৃষক বাংলা শস্যবিমায় নাম তুলেছেন। তবে আরও বহু কৃষক এখনও তালিকাভুক্ত হননি, যাঁরা এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, যাঁদের শস্যের ক্ষতি হয়েছে, তাঁদের বিনামূল্যে ভুট্টা, ডাল ও সরষের বীজ সরবরাহ করা হবে। নদীর চরে যাঁরা চাষ করেন, তাঁদেরও সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।
এই উদ্যোগের মাধ্যমে রাজ্য সরকার চাষিদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে, যাতে প্রাকৃতিক দুর্যোগের পরেও কৃষি উৎপাদন ও জীবিকা রক্ষা করা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন—“কোনও কৃষক যেন বঞ্চিত না হন।”
© Sangbad Ekalavya News Portal 2025 সকল অধিকার সংরক্ষিত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊