Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, পুলিশের জালে ৩, ড্রোনে চলছে অভিযুক্তদের খোঁজ

দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, পুলিশের জালে ৩, ড্রোনে চলছে অভিযুক্তদের খোঁজ

Durgapur gangrape case, medical student assault, drone search operation, West Bengal crime news, private medical college incident, Paraan Ganj jungle search, National Women Commission visit, student testimony, police investigation Durgapur, hospitalised rape survivor
কাল্পনিক ছবি, AI দ্বারা তৈরি 

দুর্গাপুর, ১২ অক্টোবর ২০২৫ — পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে পরাণগঞ্জ কালীবাড়ি শ্মশান লাগোয়া জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে ওই ছাত্রী এক বন্ধুর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন। কলেজের গেটের কাছে তাঁকে নিয়ে যাওয়া হয়, এরপর কয়েকজন যুবক এসে তাঁকে জঙ্গলে নিয়ে যায়। অভিযোগ, সেখানেই তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হয়। ছাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি, তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অত্যন্ত সংকটজনক।

তদন্তের অগ্রগতি

• ৩ জন অভিযুক্ত গ্রেফতার, রবিবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে
• ৫ জনের বিরুদ্ধে অভিযোগ, বাকি ২ জনের খোঁজে চলছে অভিযান
• ড্রোনের মাধ্যমে জঙ্গল তল্লাশি, পরাণগঞ্জ কালীবাড়ি শ্মশান সংলগ্ন এলাকায়
• সহপাঠীর ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ, ঘটনার সময় উপস্থিত ছিলেন বলে দাবি

শনিবার নির্যাতিতার সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গোপন জবানবন্দি দিয়েছেন ছাত্রী। রবিবার দুর্গাপুরে রাজ্য মহিলা কমিশন ও ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রতিনিধিরা হাসপাতালে পৌঁছাতে পারেন বলে জানা গেছে।

নির্যাতিতার বাবা জানিয়েছেন, “রাত ১০টা নাগাদ ওর বন্ধু আমাকে ফোন করে। আমি তাড়াতাড়ি চলে আসি। মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মোবাইল কেড়ে নেওয়া হয়, টাকা দাবি করা হয়। পরে আরও কয়েকজন যুবক আসে।”

আইনগত সতর্কতা: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যভিত্তিক এবং জনস্বার্থে প্রকাশিত। তদন্ত চলমান, এবং অভিযুক্তদের দোষী সাব্যস্ত করার দায়িত্ব আদালতের। কোনও পক্ষকে দোষী বা নির্দোষ বলার উদ্দেশ্যে এই প্রতিবেদন তৈরি হয়নি।

© Sangbad Ekalavya News Portal 2025  সকল অধিকার সংরক্ষিত।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code