'হরির লুট' সরকারি ত্রাণ! ডুয়ার্সের দুর্গতদের ত্রিপল দিয়ে চলছে কমার্শিয়াল বহুতল নির্মাণের কাজ, মালবাজারে বিতর্ক
জলপাইগুড়ি: ১৭ অক্টোবর, বৃহস্পতিবার - সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের পর উত্তরবঙ্গে সরকারি ত্রাণ সামগ্রী অব্যবস্থার শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবার জলপাইগুড়ি জেলার মালবাজার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডে সরকারি ত্রিপল কমার্শিয়াল বহুতল নির্মাণে ব্যবহৃত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক শুরু হয়েছে।
প্রাকৃতিক বিপর্যয়ের পর দুর্যোগ মোকাবিলা দফতরের পক্ষ থেকে নাগরাকাটা, ধূপগুড়ি সহ বিভিন্ন জায়গায় দুর্গতদের জন্য অস্থায়ী শিবির তৈরি করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, সেইসব শিবির নির্মাণে ব্যবহৃত হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের নামাঙ্কিত ত্রিপল।
তবে মালবাজারের ৫ নম্বর ওয়ার্ডে একটি নির্মীয়মাণ বহুতলের ছাদে সরকারি ত্রিপল দিয়ে নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ঢেকে রাখা হয়েছে বলে দেখা যায়। ত্রিপলটিতে বড় বড় করে লেখা রয়েছে: "পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে, বিপর্যয় ব্যবস্থাপন দফতর"।
একজন স্থানীয় ব্যক্তি এই ঘটনার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই শহরে হইচই পড়ে যায়। এর ফলে প্রশ্ন উঠেছে, দুর্গতদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণের ত্রিপল কিভাবে একজন ঠিকাদারের হাতে পৌঁছাল।
এলাকার বাসিন্দাদের অভিযোগের তীর সরাসরি ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দেবনাথের দিকে। বিষয়টি সামনে আসার পর পৌরসভা এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন:
অজয় লোহার, পৌরসভার কাউন্সিলর ও বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ বিভাগের কনভেনার, তিনি জানান, কিভাবে সেই বহুতলের ছাদে সরকারি ত্রিপল গেল, তা ঠিকাদারই বলতে পারবেন। তিনি লিখিতভাবে বিষয়টি পৌরসভাকে জানাবেন বলে জানিয়েছেন।
সুরজিৎ দেবনাথ,৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এই বিষয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, "এই বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।"
তবে সরকারি ত্রাণসামগ্রীর এমন অপব্যবহারের ছবি প্রকাশ্যে আসার পর বিরোধীরা আরও একবার শাসকদলের বিরুদ্ধে "ত্রাণ নিয়ে হরির লুট" চালানোর অভিযোগ তুলে সরব হয়েছেন। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন অনেকে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊