সপ্তাহান্তেই খুলতে পারে দুধিয়া-মিরিক সড়ক: বিকল্প পথের কাজ শেষ পর্যায়ে
শিলিগুড়ি : দুধিয়া-মিরিক সড়কের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রশাসনের বরাত অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল পুনরায় শুরু হতে পারে।
গত ৫ অক্টোবরের ভারী বর্ষণে বালাসন নদীর জল বৃদ্ধি পেয়েছিল এবং দুধিয়ার অংশে ভাঙন সৃষ্টি হয়েছিল। ফলে শিলিগুড়ি-মিরিক সড়ক কয়েক সপ্তাহ ধরে বন্ধ ছিল। এই সমস্যার কারণে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা বড় ধরনের অসুবিধায় পড়েন। স্থায়ী সেতু সংস্কারের কাজ এখনই সম্ভব না হওয়ায় প্রশাসন বিকল্প রাস্তার মাধ্যমে ছোট যানবাহনের চলাচলের ব্যবস্থা করেছে।
গত ১৫ দিন ধরে দুধিয়ায় বালাসন সেতুর ওপরে হিউমপাইপ বসিয়ে বিকল্প পথ তৈরির কাজ জোরকদমে চলেছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, আগামী মঙ্গলবারের মধ্যে রাস্তার মূল অংশের কাজ প্রায় শেষ হবে। এরপর মাটি ফেলে রাস্তা শক্ত করা হবে এবং পরীক্ষামূলকভাবে ছোট যানবাহনের চলাচল শুরু করা হবে।
মিরিক পুরসভার প্রশাসক এল.এন. রাই জানান, “দুধিয়ার মাধ্যমে মিরিক ও শিলিগুড়ির যোগাযোগ দ্রুত স্বাভাবিক করা আমাদের প্রধান লক্ষ্য। আমরা আশা করছি, সপ্তাহের মধ্যেই এই বিকল্প সড়ক চালু করা সম্ভব হবে।” তিনি আরও জানান, বিদ্যুৎ বিভাগের পাইপলাইনসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কাজও সমান্তরালভাবে চলছে।
প্রায় ২২০ মিটার দৈর্ঘ্যের এই বিকল্প রাস্তা দিয়ে প্রথম পর্যায়ে ছোট গাড়ি চলাচল করবে। পরিস্থিতি অনুকূলে গেলে বড় যানবাহনও চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। স্থানীয় বাসিন্দাদের মতে, বিকল্প রাস্তা চালু হলে দুধিয়া ও মিরিক অঞ্চলে স্বস্তি ফিরবে এবং পর্যটক ও ব্যবসায়ীদের দৈনন্দিন যাতায়াত সহজ হবে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊