Russia-Ukraine War Update Kharkiv Drone Attack Zelensky Condemns Russia
ইউক্রেনের খারকিভ শহরে ফের ভয়াবহ হামলা চালাল রাশিয়া। এবার লক্ষ্যবস্তু একটি কিন্ডারগার্টেন স্কুল। মঙ্গলবার গভীর রাতে রাশিয়ার ড্রোন হামলায় স্কুলে থাকা শিশুদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই হামলার খবর প্রকাশ করেন এবং রাশিয়ার বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানান।
জানা গিয়েছে, খারকিভের Kholodnohirskyi জেলার একটি কিন্ডারগার্টেন স্কুলে রাশিয়ার Geran-2 Shahed টাইপ ড্রোন হামলা চালায়। হামলার সময় স্কুলে প্রায় ৪৮ জন শিশু উপস্থিত ছিল। তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানায় ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ। এই হামলায় একজন ৪০ বছর বয়সী ব্যক্তি নিহত হন এবং অন্তত ৭ জন আহত হয়েছেন। স্কুলের পাশাপাশি একটি অ্যাপার্টমেন্ট এবং একটি পুরনো গুদামেও আগুন ধরে যায়।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “একটি কিন্ডারগার্টেনে ড্রোন হামলার কোনও যুক্তি থাকতে পারে না। এটি শান্তিপূর্ণ সমাধানের মুখে রাশিয়ার থুতু ছোঁড়ার মতো।” তিনি নিহত ব্যক্তির পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। রাশিয়াকে ‘জঙ্গি রাষ্ট্র’ বলে অভিহিত করে জেলেনস্কি বলেন, “জঙ্গিরা যেমন ক্ষমতার জোরে সব দখল করতে চায়, রাশিয়াও সেই পথেই হাঁটছে।”
ইউক্রেনের পুলিশ ও রেসকিউ টিম শিশুদের কাঁধে তুলে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। ছোট ছোট হাতগুলো রক্ষকদের কাঁধ আঁকড়ে ধরে ছিল—এই দৃশ্যই যুদ্ধের নির্মম বাস্তবতা তুলে ধরে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা রাশিয়ার এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে নথিভুক্ত করেছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊