বিমানে মদ্যপ যাত্রীর উৎপাত: উড়ানের আগেই হইচই, ভাইরাল ভিডিও
সম্প্রতি একটি বিমানে উড়ানের ঠিক আগে ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। যাত্রীরা সকলেই আসন গ্রহণ করে, কেউ মোবাইলে ব্যস্ত, কেউ আবার নিঃশব্দে সময় কাটাচ্ছিলেন। ঠিক সেই সময় বিমানে উঠে পড়েন এক মদ্যপ যাত্রী। বিমানের দরজা বন্ধ হওয়ার আগেই শুরু হয় চিৎকার, চেঁচামেচি ও অশান্তি।
মদ্যপ যাত্রী বিমানে প্রবেশ করেই অস্বাভাবিক আচরণ শুরু করেন। তাঁর উচ্চস্বরে চিৎকার, অশালীন মন্তব্য এবং অস্থিরতা বিমানের পরিবেশকে অশান্ত করে তোলে। বিমানকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বহু চেষ্টার পর তাঁকে শান্ত করা সম্ভব হয়, তবে ততক্ষণে বিমানের ভিতরে যাত্রীদের মধ্যে বিরক্তি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় কেউ হাসতে শুরু করেন, কেউ আবার বিরক্ত হয়ে মন্তব্য করতে থাকেন। এই অস্বাভাবিক পরিস্থিতির ভিডিও এক যাত্রী মোবাইলে ধারণ করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা—বিমান নিরাপত্তা, যাত্রী আচরণ এবং মদ্যপ অবস্থায় যাত্রার নিয়ম নিয়ে।
বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। মদ্যপ অবস্থায় বিমানে ওঠা বা অশালীন আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে নিরাপত্তা স্ক্রিনিং আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে।
What was supposed to be a simple Bangalore to Delhi flight turned into a full drama episode
— Karnataka Portfolio (@karnatakaportf) October 23, 2025
Passenger boarded on time, everyone settled in, seatbelts clicked, and just when passenger thought they'd take off smoothly… enters one drunk passenger.He started arguing, shouting, and… pic.twitter.com/BsjzEpyTiL
ডিসক্লেমার: এই প্রতিবেদনটি একটি ভাইরাল ঘটনার ভিত্তিতে প্রস্তুত। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে ঘটনার সত্যতা যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊