Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধূপগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: দশমীর সন্ধ্যায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত ৩, আহত ৭

ধূপগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: দশমীর সন্ধ্যায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত ৩, আহত ৭

dhupguri news, dhupguri accident news,


ধূপগুড়ি, ২ অক্টোবর, ২০২৫:

বিজয়া দশমীর সন্ধ্যায় জলপাইগুড়ির ধূপগুড়িতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এশিয়ান হাইওয়ের পাশে আড্ডা দেওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ফলে দোকানে ঢুকে যাওয়ার ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও সাতজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় ধূপগুড়ির ২ নং ব্রিজ সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে একটি দোকানের সামনে প্রায় ১০-১২ জন স্থানীয় বাসিন্দা আড্ডা দিচ্ছিলেন। সেই সময় জলপাইগুড়ির দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল একটি দ্রুতগতির যাত্রীবাহী গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা ওই দোকানের ভিতরে ঢুকে যায় এবং সামনে বসে ও দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে পিষে দেয়।

বিকট শব্দ শুনেই আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা এবং দমকল কেন্দ্রে। দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সেখানে ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের তড়িঘড়ি জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। মৃত ও আহত সকলেই ধূপগুড়ির ১৫ এবং ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

এই ভয়াবহ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে মৃত ও আহতদের পরিজন এবং বহু মানুষ ভিড় জমান। উৎসবের আবহে দশমীর সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনায় গোটা ধূপগুড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code