WBPTWA: হাইকোর্টের নির্দেশে শিক্ষকদের তালিকা পেশের নির্দেশ
সোদপুর, উত্তর ২৪ পরগনা: কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সরকারি স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ না হওয়ায় এবার কড়া পদক্ষেপ নিল আদালত। সম্প্রতি আদালত অবমাননার একটি মামলার প্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্যে কতজন সরকারি স্কুলের শিক্ষক প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত, তার একটি তালিকা আদালতে পেশ করতে হবে। এই নির্দেশ কার্যকর করার জন্য এবার মাঠে নেমেছে গৃহশিক্ষকদের সংগঠন 'ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'।
মঙ্গলবার সোদপুরে এই সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে গৃহশিক্ষকরা কড়া হুঁশিয়ারি দেন।
এই বিষয়ে অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মিলন জানা জানান, সরকারি শিক্ষকরা যদি প্রাইভেট টিউশন বন্ধ না করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “রাজ্যের হাজার হাজার গৃহশিক্ষক চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন করানো কোনোভাবেই কাম্য নয়।” তিনি আরও বলেন যে, সরকারি শিক্ষকদের বেতন বৃদ্ধির পরেও তারা অতিরিক্ত আয়ের জন্য প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন।
রাজ্য সম্পাদক মিলন জানা এদিন জানান- 'এতদিন কলকাতা হাইকোর্ট ডি আই দের এই বিষয়ে তদন্ত করতে বললেও তারা গাছাড়া ভাবে ক্লিচিট রিপোর্ট পেশ করেছেন, তবে এবার এই ধরণের রিপোর্ট জমা করলে আমরা ডি আই দের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ গ্রহন করবো।'
হাইকোর্টের এই নির্দেশের পর শিক্ষা দপ্তর ও সরকারের ওপর চাপ বেড়েছে। এখন দেখার, সরকার এই নির্দেশ কীভাবে কার্যকর করে এবং কতজন শিক্ষক প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত তার তালিকা আদৌ আদালতে পেশ করা হয় কিনা। গৃহশিক্ষকদের সংগঠনটি আশা করছে, আদালতের এই নির্দেশ রাজ্যের শিক্ষাব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে।
বিস্তারিত জানতে চোখ রাখুন ভিডিও প্রতিবেদনে- Click Here
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊