'বল নিয়ে পেনাল্টি বক্সে ঢুকবো, লক্ষ্য ৯-০'- উদয়ন গুহ
কোচবিহার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ — ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিরোধীদের ৯-০ ব্যবধানে হারানোর লক্ষ্যে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে মাঠে নামবে—এমনই ঘোষণা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদায়ন গুহ। মঙ্গলবার কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন:
“বল ধরে পেনাল্টি বক্সে ঢুকবো, ফাউল করলে পেনাল্টি নেবো, না করলে সোজা গোল। লক্ষ্য একটাই—গোল করতেই হবে।”
সভায় ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের রণকৌশল নিয়ে আলোচনা হয়। উদায়ন গুহর মন্তব্যে ফুটবল ভাষার রূপক ব্যবহার করে দলীয় আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক মনোভাব স্পষ্ট হয়। তিনি জানান, “যা করতে হয় করব”—এই বার্তা দিয়ে তিনি বিরোধীদের বিরুদ্ধে কড়া অবস্থান নেন।
তৃণমূল নেতার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির দক্ষিণ কোচবিহার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। তিনি বলেন:
“উদায়ন গুহর সম্পর্কে কিছু বলার নেই। নির্বাচন কমিশনের উচিত তার বিরুদ্ধে ইমিডিয়েট এফআইআর করা। উনি এখন যা খুশি তাই বলে বেড়াচ্ছেন—কখনো বলছেন বিজেপিকে ভোট দিতে, কখনো বলছেন আমি হেরে গেলে উন্নয়ন হবে না।”
নিখিল রঞ্জন দে আরও জানান, বিজেপি তাদের লক্ষ্য স্থির রেখেছে এবং আগামী দিনে সাধারণ মানুষই এই সরকারকে সরাবে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে কোচবিহারে রাজনৈতিক উত্তাপ স্পষ্ট। তৃণমূল কংগ্রেস যেখানে ৯-০ ব্যবধানে জয়ের বার্তা দিচ্ছে, সেখানে বিজেপি পাল্টা আক্রমণ শানিয়ে তৃণমূল নেতার মন্তব্যকে “উন্মাদনা” বলে অভিহিত করছে।
ভিডিও প্রতিবেদন দেখতে - Click Here
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊