Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিহারে ভোটার তালিকা সংশোধনে অবৈধতা থাকলে বাতিল হবে SIR, জানাল সুপ্রিম কোর্ট

বিহারে ভোটার তালিকা সংশোধনে অবৈধতা থাকলে বাতিল হবে SIR, জানাল সুপ্রিম কোর্ট

Supreme court


বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়ায় যদি কোনোরকম অবৈধতা বা অনিয়ম থাকে, তাহলে সেই তালিকা চূড়ান্তভাবে প্রকাশ পেলেও তা বাতিল হতে পারে এমনই স্পষ্ট বার্তা দিল দেশের শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, "আমাদের কাছে তালিকা প্রকাশের তারিখ গুরুত্বপূর্ণ নয়। যদি প্রক্রিয়ায় অনিয়ম বা আইনবিরুদ্ধ কিছু থাকে, তাহলে আদালত হস্তক্ষেপ করবেই।"

আদালত বলেছে, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের কাজ হবে স্বচ্ছ ও আইনসম্মতভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করা। কোনো নাগরিক বেআইনিভাবে তালিকা থেকে বাদ পড়লে, বা অবৈধভাবে নাম অন্তর্ভুক্ত হলে, আদালত তা "উপেক্ষা করবে না"।

ভোটার তালিকায় নাম যুক্ত করতে আধার কার্ড বাধ্যতামূলক করা হলেও, সুপ্রিম কোর্ট জানায় যে, আধারের সত্যতা যাচাই করাও আবশ্যিক। আদালতের মতে, শুধুমাত্র আধার নম্বর দিলেই চলবে না, উপযুক্ত যাচাই ছাড়া কোনো নাগরিককে যোগ বা বাদ দেওয়া যাবে না।

এই মামলার পরবর্তী শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। আদালত বলেছে, এই রায় শুধুমাত্র বিহারের জন্য নয়, ভবিষ্যতে সমগ্র দেশের ভোটার সংশোধন প্রক্রিয়ার মানদণ্ড স্থির করবে।

বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) চলছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অনেক অভিযোগ উঠেছে ভোটার তালিকা থেকে বহু নাম মুছে যাওয়া ও অযোগ্য নাম অন্তর্ভুক্ত হওয়া নিয়ে। এই প্রেক্ষাপটেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়, যার শুনানিতে এই গুরুত্বপূর্ণ মন্তব্য উঠে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code