wbssc : ‘দাগি’দের প্রবেশ রুখতে কঠোর পদক্ষেপ, তবু প্রশ্ন থেকে যাচ্ছে
স্কুল সার্ভিস কমিশনের (SSC) আসন্ন নিয়োগ পরীক্ষাকে ঘিরে ফের উত্তাল বিতর্ক—‘দাগি অযোগ্য’ পরীক্ষার্থীরা কি সত্যিই পরীক্ষায় বসতে পারবেন না? সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, একজনও ‘দাগি’ SSC পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। ইতিমধ্যে ১,৮০৬ জনকে ‘দাগি অযোগ্য’ হিসেবে চিহ্নিত করে তালিকা প্রকাশ করেছে কমিশন। কিন্তু বাস্তবে সেই নিষেধাজ্ঞা কার্যকর করা কতটা সম্ভব, তা নিয়ে সংশয় বাড়ছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ ও SSC-এর প্রস্তুতি
সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে পুনরায় পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সেই লক্ষ্যে SSC আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় পরীক্ষা আয়োজন করছে। কমিশনের তরফে জানানো হয়েছে, পরীক্ষায় যাতে কোনওরকম বিশৃঙ্খলা না ঘটে, তার জন্য নেওয়া হয়েছে একাধিক প্রযুক্তিগত ও প্রশাসনিক পদক্ষেপ:
SSC চেয়ারম্যানের বক্তব্য
শনিবারের সাংবাদিক সম্মেলনে SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং অ্যাডমিট কার্ড প্রভিশনাল। এমনও উদাহরণ আছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পর তার ফল প্রকাশ হয়নি, কারণ গণ্ডগোল ধরা পড়েছিল। তবে সেটাই চূড়ান্ত নয়।” তাঁর বক্তব্যে স্পষ্ট, পরীক্ষায় বসা মানেই নিয়োগের নিশ্চয়তা নয়—পরবর্তী যাচাই ও আইনি প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বড় চ্যালেঞ্জ: ‘দাগি’দের প্রবেশ রোধ
SSC-এর প্রযুক্তিগত প্রস্তুতি ও প্রশাসনিক সতর্কতা সত্ত্বেও, ওয়াকিবহাল মহলের মতে, ‘দাগি অযোগ্য’দের পরীক্ষায় বসা আটকানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, তালিকাভুক্তদের মধ্যে কেউ যদি ভুয়ো নথি বা অন্য পরিচয়ে প্রবেশের চেষ্টা করেন, তা শনাক্ত করা কঠিন হতে পারে।
SSC-এর পক্ষ থেকে পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বাস্তবে ‘দাগি’দের প্রবেশ রোধ কতটা সফল হবে, তা সময়ই বলবে। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে কমিশনের প্রশাসনিক দক্ষতা ও প্রযুক্তিগত নজরদারি এবার কঠিন পরীক্ষার মুখে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊