দক্ষিণ কোরিয়ায় বিশ্ব শান্তি সম্মেলনে ভারতের শান্তির বার্তা পৌঁছে দিলেন কলকাতার শিল্পী স্বাতী ঘোষ
কলকাতার চিত্রশিল্পী স্বাতী ঘোষ দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত ১৮তম বিশ্ব শান্তি সম্মেলনে শিল্প ও শিক্ষার মাধ্যমে শান্তির বার্তা পৌঁছে দিয়ে গর্বিত করলেন ভারতকে।
১৬ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চেওংজু শহরে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা হেভেনলি কালচার,ওয়ার্ল্ড পিস এন্ড রেস্টোরেশান অফ লাইট (HWPL)। সহযোগী সংগঠন হিসেবে অংশ নেয় ইন্টারন্যাশনাল ওমেন পিস গ্রুপ (IWPG) এবং ইন্টারন্যাশানাল ইউথ পিস গ্রুপ (IPYG)।
বিশ্বজুড়ে ৭৭০ জনেরও বেশি প্রতিনিধি রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, সংসদ স্পিকার, আধ্যাত্মিক নেতা, নারী ও যুব সংগঠনের সদস্যরা এই মহাসম্মেলনে অংশ নেন।
বিশেষ অতিথি ও আন্তর্জাতিক বিচারক হিসেবে স্বাতী ঘোষ ভারতের প্রতিনিধিত্ব করেন। এ বছর ভারতের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র থেকে আরও দুই বিচারককে আমন্ত্রণ জানানো হয়েছিল।
স্বাতী বলেন,
“আমার মূল লক্ষ্য শিল্প ও শিক্ষার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। ভবিষ্যৎ প্রজন্মকে শান্তি ও সম্প্রীতির মূল্যবোধ শেখানোর মাধ্যমে নারীরাই বিশ্বকে নেতৃত্ব দিতে পারে।”
আলোচনার বিষয় ছিল নারীর নেতৃত্ব, শান্তি শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং বিশ্বশান্তির জন্য Declaration of Peace and Cessation of War (DPCW) কার্যকর করা।
বিভিন্ন দেশের প্রতিনিধিরা স্বাতী ঘোষের শিল্পকর্ম ও শান্তির বার্তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাঁকে আন্তর্জাতিক স্তরে শান্তির দূত হিসেবে সম্মানিত করা হয়েছে।
স্বাতী ঘোষ জানিয়েছেন, ভবিষ্যতে তিনি ভারতে এ ধরনের আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করতে চান, যেখানে শিল্প ও শিক্ষা মিলিয়ে শান্তি ও সম্প্রীতির উদ্যোগকে আরও প্রসারিত করা সম্ভব হবে।
এই বিশ্ব শান্তি সম্মেলনে স্বীকৃতি ভারতের জন্য এক গৌরবের মুহূর্ত। প্রমাণিত হলো, শিল্পীরাও বিশ্বশান্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শিল্পই হতে পারে সংস্কৃতি ও সমাজকে যুক্ত করার এক সেতুবন্ধন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊