Latest News

6/recent/ticker-posts

Ad Code

CAB-র প্রেসিডেন্ট হলেন সৌরভ গাঙ্গুলি, বাংলার ক্রিকেট নিয়ে একগুচ্ছ পরিকল্পনা সৌরভের

CAB-র প্রেসিডেন্ট হলেন সৌরভ গাঙ্গুলি, বাংলার ক্রিকেট নিয়ে একগুচ্ছ পরিকল্পনা সৌরভের

Sourav Ganguly



আবার নিজের ঘরে ফিরে এলেন সৌরভ গঙ্গুলি। ছয় বছর পর তিনি ফের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-এর সভাপতি নির্বাচিত হলেন। সোমবার বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এই পদে নির্বাচিত করা হয়। এর আগে ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত এই দায়িত্ব সামলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।



এই পদে গত তিন বছর ধরে ছিলেন সৌরভের দাদা স্নেহাশীষ গঙ্গুলি। এবার তিনি সরে দাঁড়াতেই ফের সেই দায়িত্ব নিলেন ‘দাদা’। ক্রিকেট মহলে এই প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়েছে।

সভাপতির আসনে ফিরে সৌরভের লক্ষ্য এখন ইডেন গার্ডেন্সকে আরও আধুনিক করে তোলা। তিনি চান স্টেডিয়ামের ধারণক্ষমতা এক লক্ষ দর্শক পর্যন্ত বাড়াতে। আগামী বছর আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় ম্যাচগুলি ইডেনে আয়োজন করার পরিকল্পনাও রয়েছে তাঁর। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ নিয়েও তাঁর আলাদা প্রস্তুতি রয়েছে।

শুধু স্টেডিয়াম নয়, রাজ্য ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নেও নজর দিতে চান CAB-এর নতুন সভাপতি। হাওড়ার ডুমুরজালায় আধুনিক ক্রিকেট একাডেমি গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি। সেই একাডেমিতে থাকবে ফ্লাডলাইট, আন্তর্জাতিক মানের মাঠ এবং তরুণ প্রতিভাদের গড়ে তোলার সুযোগ।


সভায় সৌরভ স্পষ্ট ভাষায় বলেন, “বাংলার মানুষ ক্রিকেট ভালোবাসেন। তাঁদের প্রত্যাশা পূরণ করাই আমার প্রথম দায়িত্ব।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code