বিশ্বকাপের আগে সুখবর! ফের আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে স্মৃতি মন্ধানা
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বিশ্বকাপ শুরুর আগেই এল আনন্দের বার্তা। আবারও ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে জায়গা করে নিলেন স্মৃতি মন্ধানা। ধারাবাহিক পারফরম্যান্সের জোরেই তিনি পিছনে ফেললেন ইংল্যান্ডের তারকা ন্যাট স্কিভার-ব্রান্টকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে প্রথম ম্যাচে অর্ধশত রান করে দলে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন স্মৃতি। সেই ইনিংসেই তিনি কয়েক ধাপ এগিয়ে যান রেটিং পয়েন্টে এবং শেষ পর্যন্ত শীর্ষস্থান দখল করেন। এই সাফল্য বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে।
২০১৯ সালে প্রথমবার বিশ্বের এক নম্বর ব্যাটার হয়েছিলেন স্মৃতি। কয়েক বছর বাদে আবারও সেই জায়গায় ফেরা তাঁর অধ্যবসায় ও ফর্মের প্রতিফলন।
মঙ্গলবার আইসিসি’র যে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তাতে ফের শীর্ষে স্মৃতি। তাঁর রেটিং ৭৩৫। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের স্কিভার ব্রান্ট। তাঁর পয়েন্ট ৭৩১। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ রান করে ৭ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে ফিরে এলেন স্মৃতি। বিশ্বকাপের আগে যা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তাঁকে।
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় দলের রান মেশিন হিসেবে স্মৃতির ধারাবাহিকতা বিশ্বকাপ অভিযানে বড় ভূমিকা নেবে। তাঁর ব্যাট যদি রান ঝরাতে থাকে, তাহলে ট্রফি জয়ের স্বপ্ন পূরণের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊