Latest News

6/recent/ticker-posts

Ad Code

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরের আশা জিইয়ে রাখল বাংলাদেশ

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরের আশা জিইয়ে রাখল বাংলাদেশ

Asia Cup



এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় পেল বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে ওঠার আশা এখনও বাঁচিয়ে রাখল সাকিব আল হাসানরা। ম্যাচটি শেষ পর্যন্ত রোমাঞ্চকর মোড় নেয়, তবে শেষ হাসি হাসল টাইগাররাই।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তোলে ১৫৪ রান। ইনিংসের শুরুটা কিছুটা ধীরগতির হলেও তানজিদ হাসানের অপরাজিত হাফসেঞ্চুরি দলকে সম্মানজনক স্কোর গড়তে সাহায্য করে। সাইফ হাসানও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করে বাংলাদেশ। প্রথম উইকেটের জুটিতেই ৬৩ রান তোলেন টাইগাররা। এক প্রান্তে ৩১ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু অপরপ্রান্তে ৩০ রান করে সইফ হাসান আউট হওয়ার পরই রানের গতি কমতে থাকে। মাঝের দিকে তৌহিদ হৃদয় ২৬ রান করলেও ফিনিশাররা তেমন দাগ কাটতে পারেননি। ১৫৪-তে শেষ হয় ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান একসময়ে ম্যাচের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন সেদিকুল্লা অটল। মাত্র ১৮ রানে ২ উইকেট খোয়াই আফগানরা। ওপেনার গুরবাজ লড়াই করলেও আফগান টপ অর্ডার ব্যর্থ হয়। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষ পর্যন্ত তারা পিছিয়ে পড়ে। শেষ দিকে ওমরজাই (৩০) এবং রশিদ (২০) লড়াইয়ে ফেরান আফগানদের। যদিও শেষ পর্যন্ত তাঁদের ইনিংস শেষ হয় ১৪৬ রানে। রশিদ খান ও নুর আহমেদ বল হাতে লড়াই দিলেও বাংলাদেশের বোলাররা শেষ মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেয়। মুস্তাফিজুর রহমান তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে প্রতিপক্ষের লড়াই ভেঙে দেন।

অবশেষে আট রানের জয় পেয়ে গ্রুপে নিজেদের অবস্থান মজবুত করল বাংলাদেশ। যদিও সুপার ফোর নিশ্চিত হয়নি, তবে এই জয়ের ফলে লড়াইয়ে টিকে রইল তারা। পরের ম্যাচে জয় পেলে ফাইনালের স্বপ্নও হাতের নাগালে চলে আসতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code