Latest News

6/recent/ticker-posts

Ad Code

SIR নিয়ে সতর্কতার মধ্যেই বাংলার মুসলিম দম্পতিরা বিশেষ বিবাহ আইনের পক্ষে ঝুঁকছে!

SIR নিয়ে সতর্কতার মধ্যেই বাংলার মুসলিম দম্পতিরা বিশেষ বিবাহ আইনের পক্ষে ঝুঁকছে! 

Special Marriage Act



টানা ভোটার তালিকা পুনর্মূল্যায়নের প্রক্রিয়া শুরু হতেই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে নতুন এক প্রবণতা চোখে পড়ছে। ক্রমবর্ধমান সংখ্যক মুসলিম দম্পতি এখন বিয়ে নিবন্ধন করাচ্ছেন ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’ (Special Marriage Act - SMA)-এর আওতায়। প্রশাসনিক মহলের ধারণা, ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা (SIR) ঘিরে আশঙ্কার জেরেই এই পদক্ষেপ নিচ্ছেন তাঁরা।

গত এক বছরে SMA-এর অধীনে বিয়ে রেজিস্ট্রেশনের সংখ্যা আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে। সরকারি হিসাব অনুযায়ী, নভেম্বর ২০২৪ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত ১,১৩০ জন মুসলিম দম্পতি এই আইনের অধীনে বিয়ে রেজিস্টার করেছেন। এর মধ্যে ৬০৯টি আবেদন এসেছে শুধুমাত্র গত জুলাই থেকে অক্টোবর—এই চার মাসে। সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন হয়েছে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ ও কুচবিহারে।

আগে মুসলিম বিবাহ সাধারণত নথিভুক্ত হতো ১৮৭৬ সালের Bengal Muhammadan Marriages and Divorces Registration Act অনুযায়ী, যেখানে কাজির সনদই বিবাহের প্রমাণ হিসেবে ধরা হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে বহু সরকারি ও বেসরকারি সংস্থা সেই সনদকে বৈধ সরকারি দস্তাবেজ হিসেবে মেনে নিচ্ছে না। ফলে দম্পতিরা এখন এমন নথি চাচ্ছেন যা দেশব্যাপী বৈধ ও প্রশাসনিকভাবে স্বীকৃত।

এই প্রেক্ষিতে SMA-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটকে অনেকে এখন “আইনগত সুরক্ষার ঢাল” হিসেবে দেখছেন। ভোটার তালিকা যাচাই, নাগরিকত্ব প্রমাণ বা পরিচয়সংক্রান্ত যাচাইয়ের সময় এই ধরনের সরকারি নিবন্ধন যে বাড়তি নিরাপত্তা দিতে পারে, সেই বিশ্বাস থেকেই এই উদ্যোগ।

অন্যদিকে, বিশেষ ভোটার তালিকা পুনর্বিবেচনা (SIR) শুরু হওয়ায় সীমান্তবর্তী এলাকায় কিছু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, ভোটার তালিকা পুনর্মূল্যায়নের সময় পুরোনো নথি ও ঠিকানা যাচাইয়ে কড়াকড়ি বাড়ানো হয়েছে। প্রশাসনিক মহলের বক্তব্য, আইনানুগ নথিপত্র সঠিক থাকলে আতঙ্কের কিছু নেই। তবে স্থানীয় পর্যায়ে নাগরিকদের মধ্যে সচেতনতা ও নিরাপত্তাবোধের পার্থক্যই এই রেজিস্ট্রেশন বৃদ্ধির মূল কারণ বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে, সীমান্তবর্তী জেলাগুলিতে মুসলিম দম্পতিদের মধ্যে এই প্রবণতা এক নতুন সামাজিক বার্তা দিচ্ছে আইনগত স্বীকৃতি ও নাগরিক নিরাপত্তার মধ্যেই ভবিষ্যতের নিশ্চয়তা খুঁজছেন তাঁরা।


Disclaimer:

This report has been originally published by India Today news channel. We have not independently verified any of the information mentioned in the report. The content presented here is based solely on the details provided by the said media outlet.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code