Railway Recruitment: রেলের গ্রুপ ডি-র পরীক্ষা কবে? জানুন বিস্তারিত
রেলওয়ে নিয়োগ: ২০২৫ সালের ১৭ই নভেম্বর থেকে শুরু কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। ভারতীয় রেল মন্ত্রকের অধীনস্থ রেলওয়ে নিয়োগ বোর্ড (RRB) ঘোষণা করেছে যে, ২০২৫ সালের ১৭ই নভেম্বর থেকে শুরু হবে লেভেল ১-এর বিভিন্ন পদে নিয়োগের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)। এই নিয়োগ অনুষ্ঠিত হবে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন (CEN) নম্বর 08/2024-এর অধীনে।
পরীক্ষার সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, পরীক্ষা চলবে ডিসেম্বর ২০২৫ এর শেষ পর্যন্ত। পরীক্ষার শহর ও তারিখ সংক্রান্ত তথ্য এবং SC/ST প্রার্থীদের জন্য ট্রাভেল অথরিটি ডাউনলোডের লিঙ্ক পরীক্ষার ১০ দিন আগে RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশাবলি:
পরীক্ষার ৪ দিন আগে থেকে E-Call লেটার ডাউনলোড করা যাবে।
পরীক্ষার দিনে প্রবেশের পূর্বে কেন্দ্রেই আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই করা হবে। প্রার্থীদের তাদের আসল আধার কার্ড বা e-verified আধার আনতে হবে।
যাঁরা আবেদন জমা দেওয়ার সময় আধার যাচাই করেছেন, তাঁদেরও পরামর্শ দেওয়া হয়েছে UIDAI সিস্টেমে আধার তথ্য আপডেট রাখা নিশ্চিত করতে, যাতে কেন্দ্রে কোনো অসুবিধা না হয়।
প্রার্থীদের শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে ভরসা রাখার অনুরোধ জানানো হয়েছে। কোনো অননুমোদিত ওয়েবসাইট বা গুজবে কান না দিতে অনুরোধ করা হয়েছে।
ভুয়া প্রতিশ্রুতি দিয়ে চাকরি দেওয়ার প্রলোভনে ফাঁসাতে চাওয়া দালালদের থেকে সাবধান থাকতে বলা হয়েছে।
রেলওয়ে নিয়োগ বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে যে, CBT-এর মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ হবে এবং কোনো ধরনের অবৈধ প্রভাব বা আর্থিক লেনদেন গ্রহণযোগ্য নয়।
সূত্র: রেলওয়ে নিয়োগ বোর্ডের অফিসিয়াল বিজ্ঞপ্তি
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊