Dream11 বাতিলের পর নয়া স্পনসর পেল ভারতীয় ক্রিকেট বোর্ড
ভারতীয় ক্রিকেট দলকে ঘিরে এশিয়া কাপের উত্তেজনার মাঝেই এল বড় খবর। নতুন জার্সি স্পন্সর হিসেবে যুক্ত হলো Apollo Tyres। এর ফলে আন্তর্জাতিক মঞ্চে টিম ইন্ডিয়ার জার্সিতে নতুন এক ব্র্যান্ডের নাম জ্বলজ্বল করবে।
এর আগে Dream11 ছিল দলের অফিসিয়াল স্পন্সর। কিন্তু অনলাইন গেমিং সংক্রান্ত নতুন আইন কার্যকর হওয়ার পর তারা সরে দাঁড়ায়। সেই শূন্যস্থান পূরণ করতেই এগিয়ে আসে টায়ার নির্মাতা সংস্থা Apollo Tyres।
সূত্র অনুযায়ী, তিন বছরের এই চুক্তির আর্থিক অঙ্ক বেশ বড়সড়। দ্বিপক্ষীয় সিরিজ থেকে শুরু করে আইসিসি টুর্নামেন্ট পর্যন্ত—সব ফরম্যাটেই ভারতীয় পুরুষ ও মহিলা দলের জার্সিতে থাকবে Apollo Tyres-এর লোগো।
ক্রিকেট বোর্ডের মতে, এটি শুধু স্পন্সরশিপ নয়, বরং ভারতীয় ক্রিকেটের সঙ্গে দীর্ঘমেয়াদী এক অংশীদারিত্ব। সংস্থার পক্ষ থেকেও জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেটের জনপ্রিয়তা বিশ্বজুড়ে ব্র্যান্ডটিকে আরও এগিয়ে নিয়ে যাবে।
নতুন জার্সি শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সেই সঙ্গে এশিয়া কাপে মাঠে নামা ভারতীয় দলকে ভক্তরা দেখতে পাবেন নতুন চেহারায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊