সার নিতে গিয়ে কৃষকদের উপর লাঠিচার্জ, বরখাস্ত হেড কনস্টেবল
ভিন্দ জেলার লাহারে সার বিতরণ কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকদের উপর হঠাৎ লাঠিচার্জ চালান এক হেড কনস্টেবল। ঘটনায় চারজন কৃষক আহত হন। ভিডিও ভাইরাল হলে পুলিশ সুপার অভিযুক্তকে বরখাস্ত করেন। সারের ঘাটতি ও প্রশাসনিক ব্যবস্থাপনার অভাবে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
সোমবার মধ্যপ্রদেশের ভিন্দ জেলার লাহার এলাকায় সার বিতরণ কেন্দ্রের সামনে ভোর ৩টা থেকেই কৃষকদের দীর্ঘ লাইন দেখা যায়। সরকারি ছুটির কারণে তিনদিন সার বিতরণ বন্ধ থাকায় সোমবার ভোর থেকেই কৃষকরা সমবায় সমিতির কেন্দ্রে উপস্থিত হন। সকাল ১১টা নাগাদ টোকেন বিতরণ শুরু হলে লাইনে বিশৃঙ্খলা দেখা দেয়।
এই সময় কর্তব্যরত হেড কনস্টেবল রামরাজ গুর্জার কৃষকদের উপর লাঠিচার্জ করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি কৃষকদের পশুর মতো তাড়িয়ে দেন এবং বিনা প্ররোচনায় মারধর শুরু করেন। ঘটনায় অন্তত চারজন কৃষক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশ সুপার অসিত যাদবের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে হেড কনস্টেবল গুর্জারকে বরখাস্ত করেন এবং ঘটনার তদন্তের নির্দেশ দেন।
ভিন্দ জেলায় সম্প্রতি সারের ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
পুলিশ প্রশাসন জানিয়েছে, সার বিতরণে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। কৃষক সংগঠনগুলো ঘটনার নিন্দা জানিয়ে ক্ষতিপূরণ ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊