Latest News

6/recent/ticker-posts

Ad Code

৫৭ রানেই সংযুক্ত আরব আমিরশাহিকে প্যাভিলিয়নে ফেরালো ভারত, টার্গেট ৫৮!

৫৭ রানেই সংযুক্ত আরব আমিরশাহিকে ঘরে ফেরালো ভারত, টার্গেট ৫৮!

Asia Cup


৫৭ রানেই সংযুক্ত আরব আমিরশাহিকে ঘরে ফেরালো ভারত, টার্গেট ৫৮! শুরু হয়েছে এশিয়া কাপ। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। এদিন টানা ১৫ ম্যাচ পর টস জেতেন ভারত। টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় সূর্য। আর ১৩ ওভার ১ বলে ৫৭ রানে পুরো আমির শাহি ক্রিকেট টিমকে প্যাভিলিয়নে পাঠায় টিম ইন্ডিয়া।

সংযুক্ত আরব আমিরশাহির দুই ওপেনার সারাফু ও ওয়াসিম ছাড়া আর কেউ ব্যক্তিগত ভাবে ৪ রান করতে পারেনি। অর্থাৎ সবার স্কোর ৩ এর নীচে। ওপেন করতে নেমে সারাফু ২২ ও ওয়াসিম ১৯ রান তোলে। তারপর একে একে উইকেট পতন সংযুক্ত আরব আমিরশাহির।

ভারতের হয়ে কুলদীপ যাদব একাই ৪ উইকেট তোলেন। ৩টি উইকেট নেন শিবম দুবে। একটি করে উইকেট নেন বুমরাহ, অক্ষর ও বরুন । ৫৮ রানের টার্গেট ভারতের সামনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code